মিরপুরে ক্যারিয়ারের শততম টেস্টে খেলতে নেমেই সেঞ্চুরির দেখা পান মুশফিকুর রহিম। তবে শতকের পরেই সাজঘরে ফিরে যান এই অভিজ্ঞ ব্যাটার। ম্যাথু হ্যামফ্রিসের বলে স্লিপে থাকা অ্যান্ডি বলবার্নির হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন মিস্টার ডিপেন্ডেবল। মুশফিক ফিরলেও দারুণ ব্যাটিংয়ে সেঞ্চুরি তুলে নিয়েছেন লিটন দাস। এই উইকেটকিপার ব্যাটারের সেঞ্চুরিতে রানের পাহাড় গড়ছে বাংলাদেশ।
মুশফিকের বিদায়ের পর মেহেদি হাসান মিরাজকে নিয়ে বাংলাদেশের সংগ্রহ বাড়াচ্ছেন লিটন দাস। গ্যাভিন হোয়েকে ফাইন লেগে চার মেওে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি পেতে লিটন খেলেছেন ১৫৮ বল। সেঞ্চুরি পেতে ৭টি চার ও ২টি ছক্কা মারেন তিনি। লিটন-মিরাজের ৭৩ রানের অবিচ্ছিন্ন জুটিতে ১১৭ ওভারে ৫ উইকেটে ৩৮৩ রান তুলেছে।