Image description

আগের দিনই বাংলাদেশের কাছে হেরেছে নেদারল্যান্ডস দল। কিন্তু পরাজয়ের সেই ছায়া চোখে নেই। বরং আগামী ম্যাচের প্রস্তুতিতে ব্যস্ত ডাচরা। অনুশীলনের আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে হাজির ব্যাটার নোয়া ক্রোস। চুপচাপ, গম্ভীর, দায়িত্বজ্ঞানসম্পন্ন; যেমনটাই বলি না কেন! তবে এরই মাঝে ঘটল ব্যক্রিক্রমী এক ঘটনা।

প্রেস কনফারেন্স রুমে ঢুকলেন আরও একজন ডাচ ক্রিকেটার, তবে... বিষয়টা প্রশ্নবোধক। চোখজুড়ে রহস্যময় হাসি, হাতে ক্যামেরা, অবশ্য পরনে অনুশীলন জার্সি, মাথায় ডাচদের ক্যাপই। কিন্তু ম্যাক্স ও’ডাউড এখানে কেন? তার তো আউটার মাঠের অনুশীলনে থাকার কথা! 

সবাইকে হতবাক করে হঠাৎই বসে পড়লেন সাংবাদিকদের সারিতে পেছনের দিকে! তখনই পরিষ্কার, তিনি এখানে ডাচ ওপেনারের ভূমিকায় নন, এসেছেন গণমাধ্যমকর্মী হিসেবে। সাংবাদিকের মতোই ক্রোসের উদ্দেশে প্রশ্ন ছুঁড়লেন।

এই ওপেনারের প্রশ্নও একদম সোজাসাপ্টা, ‌বাংলাদেশে তোমার প্রিয় ক্রিকেটার কে?’ হেসে উঠলেন ক্রোস, উত্তরও এলো দ্রুতই; নিঃসঙ্কোচে বললেন, ‘প্রিয় ক্রিকেটার মোস্তাফিজুর রহমান।’

অবশ্য কেবল প্রশ্ন করেই থেমে থাকেননি ও’ডাউড। নিজের ক্যামেরায় পুরো প্রেস কনফারেন্সের মুহূর্তও সংগ্রহ করে রাখলেন। হতেও পারে, কোনো এক ফাঁকা সময়ে লিখেও ফেলতে পারেন নিজের ‘প্রথম রিপোর্ট’। কিংবা ডাচদের হয়ে কোনো সাংবাদিক বাংলাদেশে না আসার আক্ষেপও মিটিয়ে রাখলেন এমন আনন্দঘন স্মৃতি অধ্যায়ে।

উল্লেখ্য, সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ব্যাট হাতে নেদারল্যান্ডসের হয়ে লড়াই করেন ম্যাক্স ও’ডাউড। দলীয়ভাবে হতাশাজনক পারফরম্যান্সের মাঝেও তার ব্যাটে দ্বিতীয় সর্বোচ্চ ২৩ রান এসেছে। দলের হয়ে সর্বোচ্চ ২৬ রান করেন তেজা নিদামানুরু। তবে বাকিরা সেভাবে অবদান রাখতে না পারায় ২০ ওভার শেষে ডাচদের সংগ্রহ দাঁড়িয়েছিল ১৩৬ রান। জবাবে লিটনের ফিফটিতে ৩৯ বল ও ৮ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় স্বাগতিক দল।