Image description
প্রসংগঃ বিএনপি, ডাকসু এবং আগামী জাতীয় নির্বাচন
এক: বিশ্ববিদ্যালয়সমূহের ছাত্র সংসদ বিশেষ করে ডাকসু নির্বাচন বিএনপির জন্য double edge sword বা দুই দিকেই ধার এমন তলোয়ার। ছাত্রদল যদি জিতে তাহলে জামায়াত এবং এনসিপির জাতীয় সংসদ নির্বাচনে আগ্রহ কমে যাবে। সেক্ষেত্রে জাতীয় সংসদ নির্বাচন ঝুলে যাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। আর ছাত্রদল যদি হারে তাহলে সারা দেশে বিএনপির মাঠপর্যায়ের কর্মীরা কিছুটা মনোবল হারিয়ে ফেলবে। জাতীয় নির্বাচনে হারার ভয় তাঁদেরকে পেয়ে বসবে, অনেকেই ঘরে ঢুকে যাবে।
দুই: অলরেডি জনমনে এই ধারণা প্রতিষ্ঠিত হয়ে গেছে যে বিএনপি এবং ছাত্রদল ক্ষমতায় বসার আগে বিশ্ববিদ্যালয়সমূহে ছাত্র সংসদ নির্বাচন চায়না। তাই বিএনপির জন্য ভাল পলিসি হতে পারে এই যে, তাঁরা ছাত্র সংসদ নির্বাচন বন্ধ করার জন্য প্রত্যক্ষ বা পরোক্ষ কোনোভাবে চেষ্টা না করে উল্টো ছাত্র সংসদ নির্বাচনে সর্বাত্মক সহযোগিতা করা এবং সেটি বোল্ডলি প্রকাশ্যে বলা, কোনরকম জোর-জবরদস্তি না করা অর্থাৎ অবাধ ও সুষ্ঠ পরিবেশে নির্বাচনগুলো হয়ে যাওয়ার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা পালন করা।
তিন: এতে বিএনপির দুইটা লাভ প্রথমতঃ ছাত্রদল হেরে গেলেও এটি প্রমাণিত হবে যে জাতীয় নির্বাচনের জন্য দেশে লেভেল প্লেয়িং ফিল্ড আছে। দ্বিতীয়তঃ বিএনপি বলতে পারবে যে ছাত্রসংসদ নির্বাচন এবং জাতীয় নির্বাচন এক না। বিএনপি যেহেতু বর্তমানে অনেকটা ক্ষমতাসীন দলের মতোই আছে তাই ছাত্রদল হেরে গেছে কারণ ছাত্রসংসদ নির্বাচনগুলোতে সাধারণতঃ ক্ষমতাসীনদের বিরুদ্ধেই ছাত্ররা রায় দেয়।
মূলকথা হল জামায়াত এবং এনসিপির হাতে এমন কোনো অজুহাত বিএনপির তুলে দেয়া উচিত হবেনা যাতে তাঁরা আগামী জাতীয় নির্বাচন বয়কট করতে পারে। কারণ তাঁরা বয়কট করলে নির্বাচন হবেনা আর নির্বাচন না হলে সবচেয়ে বড় ক্ষতি বিএনপির। এমনকি ডাকসু নির্বাচনে ছাত্রদল হারলেও বিএনপির লাভ কারণ বিএনপির লক্ষ্য হওয়া উচিত আগামী জাতীয় নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হওয়া নিশ্চিত করা।