
বাংলাদেশ প্রথম ইনিংস- ৪২৩/৪ (১৩০.২ ওভার)
গলের আবহাওয়া কখন কেমন থাকবে সেটা ধারণা করা বড্ড কঠিন। এরই মধ্যে ফের বৃষ্টি নেমেছে। ফলে খেলা বন্ধ। খেলা বন্ধ হওয়ার আগে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ৪২০ রান। মুশফিকুর রহিম ১৫৯ ও লিটন দাস ৬১ রানে অপরাজিত আছেন।
৫ম উইকেট জুটিতে শতরান

বাংলাদেশ প্রথম ইনিংস-৪১২/৪ (১২৬ ওভার)
প্রথম সেশনে শান্তর বিদায়ের পর লিটন দাসের সঙ্গে জুটি গড়েন মুশফিকুর রহিম। দুজন মিলে ১৭৩ বলে গড়েছেন ১০০ রানের জুটি। এই জুটিতে বাংলাদেশের রানও পার করেছে ৪০০ রানের কোটা। গলে এটি বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ রান। এর আগে ২০১৩ সালে বাংলাদেশের সংগ্রহ ছিল ৬৩৮। টেস্ট ইতিহাসে এটাই বাংলাদেশের সর্বোচ্চ রানের সংগ্রহ।
২০২২ সালের পর এই নিয়ে ৬ষ্ঠ বার টেস্টে ৪০০ রানের কোটা পার করল বাংলাদেশ। ২০২২ সালে দুইবার, ২০২৩ ও ২০২৪ সালে একবার করে টেস্টে ৪০০-র বেশি করে রান করেছিল লাল-সবুজের প্রতিনিধিরা। ২০২৫ সালে এসে ফের দুইবার চারশ'র বেশি রান করল শান্ত-মুশফিকরা।
টেস্টে বাংলাদেশ ৩০তম বারের মতো দলীয় সংগ্রহ ৪০০ বা এর বেশি করল বাংলাদেশ আর শ্রীলঙ্কার বিপক্ষে এটি ৭ম বার।
এবার ফিফটি পেলেন লিটন

বাংলাদেশ প্রথম ইনিংস-৪০৪/৪ (১২৩ ওভার)
ক্যারিয়ারের ১৮তম ফিফটি করেছেন লিটন দাস। ১০ ইনিংস পর কোনো ফিফটির দেখা পেয়েছেন এই ডানহাতি ব্যাটার। শ্রীলঙ্কার বিপক্ষে লিটন দাসের এটি ৫ম ফিফটি। এক রকম ওয়ানডে স্টাইলে ব্যাট করছেন লিটন। ৬৪ বলে ৫ চার ও এক ছক্কায় ফিফটি পূর্ণ করেন। মুশফিকের সঙ্গে ৫ম উইকেট জুটিতে যোগ করেছেন ৯৫ রান।
১৫০ করলেন মুশফিক

চার হাঁকিয়ে দেড়শ রান করলেন মুশফিক। ২৮৪ বলে ১৫০ রান পূর্ণ করেন মুশফিক। এই ইনিংস খেলার পথে মাত্র ৯ চার হাঁকান তিনি। শ্রীলঙ্কার বিপক্ষে এটি মুশফিকের তৃতীয় ১৫০ বা তার চেয়ে বেশি রানের ইনিংস। গলে তৃতীয় ম্যাচে মুশফিকের এটি দ্বিতীয় সেঞ্চুরি। মিস্টার ডিপেন্ডঅ্যাবল ক্যারিয়ারের প্রথম দ্বিশতকের দেখা পেয়েছিলেন এই গলেই, ২০১৩ সালে।
বড় সংগ্রহের পথে বাংলাদেশ

বাংলাদেশ প্রথম ইনিংস- ৩৮৩/৪ (১১৭ ওভার)
নাজমুল হোসেন শান্তর বিদায়ের পর লিটন দাসকে নিয়ে দলকে বেশ ভালোভাবেই এগিয়ে নিচ্ছেন অভিজ্ঞ মুশফিকুর রহিম। ৫ম উইকেট জুটিতে তারা দুজনে যোগ করেন ৭৪ রান। দ্বিতীয় দিনের প্রথম সেশনে বাংলাদেশের সংগ্রহ ২৭ ওভারে ২ উইকেট হারিয়ে ৯১ রান।
মধ্যাহ্ন বিরতিতে যাওয়া বাংলাদেশ দলের সংগ্রহ ৪ উইকেটে ৩৮৩ রান। লিটন অপরাজিত আছেন ৪৩ রানে আর মুশফিক অপরাজিত ১৪১ রানে। অথচ, তাদের এই ইনিংস এতো বড় হওয়ার সুযোগই ছিল না। লঙ্কান ফিল্ডাররা দুইবার সুযোগ পেয়েছিলেন লিটন-মুশফিককে ফেরানোর জন্য। তবে কোনো সুযোগই কাজে লাগাতে পারেননি।
লিটন-মুশফিক কী পারবেন ইনিংস বড় করতে?

বাংলাদেশ প্রথম ইনিংস-৩৪৩/৪ (১০৮ ওভার)
নাজমুল হোসেন শান্তর বিদায়ের পর বাংলাদেশের ইনিংস বড় করার দায়িত্ব উঠেছে লিটন দাস ও মুশফিকুর রহিমের কাঁধে। দুজন ইতোমধ্যে ৩৪ রান যোগ করেছেন ৫ম উইকেট জুটিতে। তাদের কাঁধে ভর করে এবার বাংলাদেশের এগিয়ে যাওয়ার পালা।
তবে এই জুটি ইতোমধ্যে একবার ভাঙার সুযোগ পেয়েছিল শ্রীলঙ্কা। মুশফিকের করা কাট শটে ভুল বোঝাবুঝি হলে একদম রান নেওয়ার জন্য একদম স্ট্রাইক প্রান্তেই চলে যান লিটন। একই সময়ে স্ট্রাইক প্রান্তেই ছিলেন মুশফিক। ফলে রানআউট করার সুযোগ হাতছাড়া করে শ্রীলঙ্কা।
রিভিউ জিতে পরের ওভারেই আউট শান্ত

বাংলাদেশ প্রথম ইনিংস- ৩১০/৪ (৯৮ ওভার)
আগের ওভারেই আসিথা ফার্নান্দোর বিপক্ষে রিভিউ নিয়ে বেঁচে যান নাজমুল হোসেন শান্ত। কিন্তু পরের ওভারেই ফিরতে হয়েছে তাকে। সেই আসিথা ফার্নান্দোর বলে মিডঅফে অ্যাঞ্জেলো ম্যাথিউসের হাতে ক্যাচ তুলে দেন তিনি। ফেরার আগে তার ব্যাটে এসেছে ১৪৮ রান। শান্তর বিদায়ে ভেঙেছে ২৬৪ রানের জুটি।
২৭৯ বলের এই ইনিংসে শান্ত হাঁকান ১৫ চার ও এক ছক্কা। দায়িত্ব নিয়ে ইনিংস বড় করা শান্তর সামনে ছিল আরও বড় ইনিংস খেলার সুযোগ। শেষ পর্যন্ত সেই সুযোগ হাতছাড়া করেছেন তিনি।
এক প্রান্তে পেসার, আরেক প্রান্তে স্পিনার
বাংলাদেশ প্রথম ইনিংস- ৩০৪/৩ (৯৫ ওভার)
১০ ওভার পুরোনো বল দিয়ে বোলিং করছে শ্রীলঙ্কা। এক প্রান্ত থেকে পেসার আসিথা ফার্নান্দো ও অন্য প্রান্ত থেকে স্পিনার প্রবাথ জয়াসুরিয়াকে বোলিং করাচ্ছেন লঙ্কান অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভা। গতিতে বাংলাদেশি বোলারদের খুব একটা পরাস্ত করতে পারছেন না আসিথা। তবে উইকেটের সুবিধা নিয়ে সুইং ঠিকই আদায় করে নিচ্ছেন। তবে তাতে খুব একটা অসুবিধার মুখে পড়তে হচ্ছে না বাংলাদেশি ব্যাটারদের।
মুশফিক-শান্ত জুটিতে ২৫০, বাংলাদেশ ৩০০

দারুণ ব্যাটিংয়ে বাংলাদেশকে এগিয়ে নেওয়া মুশফিকুর রহিম ও নাজমুল হোসেন শান্ত চতুর্থ উইকেটে যোগ করেছেন ২৫০ রান। আগের দিনের ২৪৭ এর সঙ্গে আরও তিন রান যোগ করে জুটিতে আড়াইশ পূর্ণ করেন তারা দুজন। বিদেশের মাটিতে যে কোনো উইকেটে এটা তৃতীয় সর্বোচ্চ রানের জুটি। দুই নম্বরে থাকা মোহাম্মদ আশরাফুল ও মুশফিকের জুটির রেকর্ড ভাঙতে দরকার আর মাত্র ১৮ রান।
প্রথম দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ২৯২ রান

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে ৪৫ রানে তিন উইকেট হারানো বাংলাদেশ পথ খুঁজে পায় নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিমের জোড়া শতকে। দারুণ ব্যাটিং করা মুশফিক ১০৫ ও শান্ত ১৩৬ রানে অপরাজিত আছেন। চতুর্থ উইকেটে তারা যোগ করেছেন ২৪৭ রান। দ্বিতীয় দিনের শুরুতে শান্ত-মুশফিকের সামনে ইনিংস আরও বড় করার চ্যালেঞ্জ।
গতকাল প্রথম দিন শেষে শান্তর প্রশংসায় পঞ্চমুখ ছিলেন অভিজ্ঞ মুশফিকুর রহিম। তার আশা, শান্ত ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি পাবে এই গলেই। অন্যদিকে নিজের সেঞ্চুরি নিয়ে মুশফিক জানান, ক্যারিয়ারের শেষদিকে আছেন, তাই উপভোগ করতে চান।