Image description
 

জামায়াতে ইসলামী বিদেশি প্রভাবের কারণে ইসলামী আদর্শ ও চেতনা থেকে সরে গেছে—এমন অভিযোগ তুলে তাদের সঙ্গে গঠিত জোট ত্যাগের কারণ ব্যাখ্যা করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) ও সিলেট-১ আসনের দলীয় মনোনীত প্রার্থী হাফিজ মাওলানা মাহমুদুল হাসান।

 


সোমবার (২৬ জানুয়ারি) দুপুর আড়াইটায় সিলেটে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, গত ৫ আগস্টের পর ইসলামী ও সমমনা দলগুলোর ভোট একত্র করার লক্ষ্য নিয়ে তাদের দলের উদ্যোগে ১১ দলীয় একটি মোর্চা গঠিত হয়। তবে ওই জোটের একটি দল জামায়াতে ইসলামী বিদেশি প্রেসক্রিপশনে চলায় ইসলামী মনোভাব থেকে বিচ্যুত হয়েছে বলে তাদের ধারণা। এ অবস্থান মেনে নিতে না পেরে দলের আমির পীর সাহেব চরমোনাই জোট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন।


তিনি আরও বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মূল লক্ষ্য রাষ্ট্রক্ষমতায় গিয়ে ইসলামি মূল্যবোধ প্রতিষ্ঠা করা।

 


নিজের রাজনৈতিক অভিজ্ঞতার কথা তুলে ধরে মাহমুদুল হাসান জানান, এর আগে সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী থাকলেও সুষ্ঠু ভোট না হওয়ার আশঙ্কায় দলের সিদ্ধান্ত অনুযায়ী ভোটের আগের দিন তিনি প্রার্থিতা প্রত্যাহার করেন। এবার সিলেট-১ আসনে দল তাকে মনোনয়ন দিয়েছে। প্রচারকালে সাধারণ মানুষের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে বলেও দাবি করেন তিনি।

 


নির্বাচিত হলে সিলেট-১ আসনকে চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত করার অঙ্গীকার করে তিনি বলেন, চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে। পাশাপাশি প্রবাসীরা দেশে এসে যেন কোনো হয়রানির শিকার না হন, সে বিষয়েও বিশেষ উদ্যোগের কথা জানান। নারীদের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার প্রতিশ্রুতিও দেন তিনি।


মতবিনিময় সভায় ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা ও মহানগর শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।