Image description

সারাদেশের বিভিন্ন জেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর নারীকর্মীদের ওপর বিএনপির নেতাকর্মীদের ধারাবাহিক হামলা, হেনস্তা ও সহিংসতার অভিযোগ উঠেছে। নির্বাচনী প্রচারণা ও সাংগঠনিক কার্যক্রম চালানোর সময় এসব ঘটনার শিকার হচ্ছেন বলে দাবি করেছে জামায়াত। এসব ঘটনায় নারী কর্মীরা শারীরিকভাবে আহত হওয়ার পাশাপাশি মানসিকভাবে লাঞ্ছিত হচ্ছেন বলে অভিযোগ থাকলেও প্রশাসন, সুশীল সমাজ ও মূলধারার গণমাধ্যমের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।

 

 

১। যশোরে হামলা

 

২৫ জানুয়ারি যশোরের ঝিকরগাছায় ভোটার প্রচারণাকালে জামায়াতের নারীনেত্রীদের ওপর হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের দাবি, পরিকল্পিতভাবে তাদের ওপর আক্রমণ চালানো হয়।

???? নিউজ লিংক:

https://thedhakadiary.com/news/10720/zsorer-jhikrgachay-voter-prcarnakale-jamayater-naree-netreeder-oopr-zubdler-hamla

 

২। চুয়াডাঙ্গায় ১৩ জন আহত

 

২৫ জানুয়ারি চুয়াডাঙ্গায় জামায়াতের নারীকর্মীদের ওপর হামলায় অন্তত ১৩ জন আহত হন। আহতদের কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়।

???? নিউজ লিংক:

https://sarabangla.net/news/bangladesh/post-1114625/

 

৩। কুমিল্লায় নারী কর্মীদের হেনস্তা

 

কুমিল্লায় জামায়াতের নারী কর্মীদের হেনস্তার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে, যা ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করে।

???? ভিডিও লিংক:

https://www.facebook.com/share/r/186TNdBqw4/

 

৪। মেহেরপুরে মারধর

 

২৪ জানুয়ারি মেহেরপুরের গহরপুর গ্রামে নারী কর্মীদের হেনস্তার প্রতিবাদ করায় তিনজনকে মারধর করা হয় বলে অভিযোগ।

???? নিউজ লিংক:

https://bartabazar.com/news/256629/

 

৫। টাঙ্গাইলে হামলার অভিযোগ

 

টাঙ্গাইলের গোপালপুরে জামায়াতের নারীকর্মীদের ওপর বিএনপির নেতাকর্মীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে।

???? ভিডিও লিংক:

https://www.facebook.com/share/v/17uQA7nrZ8/

 

৬। লালমনিরহাটে হেনস্তা–সংঘর্ষ

 

২৫ জানুয়ারি লালমনিরহাটে জামায়াতের নারী কর্মীদের হেনস্তাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে।

???? ভিডিও লিংক:

https://www.facebook.com/share/v/189LEnC1TB/

 

৭। ভোলায় নারী কর্মীদের হেনস্তা

 

ভোলায় নারী কর্মীদের হেনস্তা ও সংঘর্ষের অভিযোগ উঠে গণমাধ্যমে।

???? নিউজ লিংক:

https://thedailycampus.com/crime-and-discipline/235995

 

৮। চরফ্যাশনে গুরুতর অভিযোগ

 

ভোলার চরফ্যাশনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রচারে বাধা দিতে গিয়ে এক নারীর কান ছিঁড়ে দেওয়া ও মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে যুবদল নেতার বিরুদ্ধে।

???? নিউজ লিংক: (চ্যানেল ২৪) https://tinyurl.com/4kthwvb7

 

৯। মিরপুরে নারী কর্মী হেনস্তা

 

রাজধানীর মিরপুরে জামায়াতের এক নারী কর্মীকে আটক করে হেনস্তা করার অভিযোগ পাওয়া গেছে।

???? নিউজ লিংক:

https://bangla.daily-sun.com/politics/34087

 

১০। বিতর্কিত বক্তব্য

 

ছাত্রীসংস্থার সদস্যদের বিষয়ে “বাসায় গেলে ধরিয়ে দিন”—এমন বক্তব্য সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনার জন্ম দেয়।

???? নিউজ লিংক:

https://www.somoynews.tv/news/2026-01-25/MF2S392G

 

১১। কেরানীগঞ্জসহ অন্যান্য এলাকা

 

কেরানীগঞ্জে জামায়াতের নারীকর্মীদের মারধরের ঘটনায় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ প্রকাশিত হয়েছে প্রথম আলোতে।

???? নিউজ লিংক:

https://www.prothomalo.com/bangladesh/district/8e4yatuuob

 

১২। ২২ জানুয়ারি ইত্তেফাক পত্রিকায় জামায়াতের নারী কর্মীদের চড়-থাপ্পড় মারার অভিযোগ প্রকাশিত হয়।

???? নিউজ লিংক:

https://www.ittefaq.com.bd/771455

 

এতগুলো ঘটনার পরও প্রশাসনের দৃশ্যমান পদক্ষেপ না থাকায় ক্ষোভ প্রকাশ করেছে বিভিন্ন মহল। নারী অধিকার, রাজনৈতিক সহিংসতা ও মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে কাজ করা সুশীল সমাজ ও মানবাধিকার সংগঠনগুলোর নীরবতা নিয়েও প্রশ্ন তুলছেন সংশ্লিষ্টরা।

 

জামায়াতের পক্ষ থেকে দাবি করা হয়েছে, রাজনৈতিক মতাদর্শের কারণে পরিকল্পিতভাবে নারীদের টার্গেট করা হচ্ছে, যা গণতন্ত্র ও নারীর নিরাপত্তার জন্য ভয়াবহ সংকেত।