ঢাকা-৬ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ কার্যক্রম শুরু করেছেন।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাজধানীর কোতোয়ালি থানাধীন ৩৭ নম্বর ওয়ার্ডের সদরঘাট চৌরাস্তা (বাটার মোড়) এক পথসভায় তিনি বলেন, আমি ইতিপূর্বে কোনো দায়িত্ব পালন করিনি, না সরকারি, না সাংগঠনিক কোনো গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলাম না। তাই আমার কোনো পরীক্ষা দেওয়ারও সুযোগ হয়নি। আমি আপনাদের বলব, আপনারা আমাকে একটি সুযোগ দিতে পারেন। ইনশাআল্লাহ আমি আপনাদের কোনোভাবেই হতাশ করব না।
ইশরাক হোসেন বলেন, আমার বাবা মরহুম সাদেক হোসেন খোকা আপনাদের অনেকেরই এখানে সহযোদ্ধা ছিলেন, পরিচিতও ছিলেন এবং এই এলাকা থেকে চারবার সাবেক নির্বাচিত সংসদ সদস্য ছিলেন। তার সন্তান হিসেবে এবারের নির্বাচনে আপনাদের সমর্থন চাই। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনা এবং একটি শক্তিশালী রাষ্ট্র গঠনে কাজ করতে চাই
আনুষ্ঠানিক প্রচার শুরুর আগে সকাল ১০টার দিকে রাজধানীর জুরাইন কবরস্থানে যান ইশরাক হোসেন। সেখানে তিনি তার বাবা ঢাকার প্রয়াত মেয়র সাদেক হোসেন খোকার কবর জিয়ারত করেন। এরপর বাংলাবাজার চৌরাস্তা এলাকা থেকে হেঁটে নির্বাচনী প্রচার শুরু করেন তিনি।সেখানে ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিকদলের আহব্বায়ক মো: সুমন ভূইয়ার নেতৃত্বে বিশাল একটা মিছিল সংযুক্ত হয়ে পথসভা ও মিছিল করেন।
পরবর্তীতে বাংলাবাজারে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রয় সমিতির সঙ্গে নির্বাচনী সভা ও মত বিনিময় করেন।