পিরোজপুর-২ (কাউখালি, ভাণ্ডারিয়া, নেছারাবাদ) আসনের স্বতন্ত্র প্রার্থী বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত মাহমুদ হোসেন ভিপি মাহমুদের নির্বাচনি প্রচারে হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে স্বরূপকাঠি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ভিপি মাহমুদের (ঘোড়া মার্কা) নির্বাচনি ক্যাম্পে এই হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ করেন ওই স্বতন্ত্র প্রার্থী।
ভিপি মাহমুদ বলেন, হামলাকারীরা তার নির্বাচনি অফিসে ঢুকে চেয়ার-টেবিল ভাঙচুর করে ও ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলে। এ সময় তার কয়েকজন কর্মীকেও মারধর করা হয়। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন।
স্বতন্ত্র প্রার্থী ভিপি মাহমুদ স্থানীয় সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার ছারছীনা দরবার শরীফে পির সাহেবদের মাজার জিয়ারতের মাধ্যমে তিনি আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেন। মাজার জিয়ারত শেষে স্বরূপকাঠি পৌরসভার ৭নং ওয়ার্ডের নির্বাচনি ক্যাম্পে উপস্থিত হন। এ সময় বিএনপি প্রার্থী আহমদ সোহেল মঞ্জুর সুমনের কিছু সমর্থক ওই নির্বাচনি ক্যাম্পে অতর্কিত হামলা চালিয়ে আসবাবপত্র ভাঙচুর করে। তার নিরাপত্তায় দায়িত্বে থাকা দুইজন পুলিশ সদস্যের সামনেই এ হামলার ঘটনা ঘটে। হামলার খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে পুলিশ প্রহরায় তিনি স্থান ত্যাগ করেন।
অভিযোগের বিষয় বিএনপি প্রার্থী আহমেদ মঞ্জুর সুমনের নির্বাচন পরিচালনা কমিটির অন্যতম সদস্য ও স্বরূপকাঠী পৌর বিএনপির সভাপতি কাজী কামাল হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, বিএনপির বহিষ্কৃত ব্যক্তি মাহমুদ হোসেন দলের ছবি ব্যবহার করে সভা করছিলেন। এতে স্থানীয় কর্মী সমর্থকদের মাঝে কিছুটা উত্তেজনা তৈরি হয়েছিল বলে তিনি শুনেছেন। তবে হামলার কোনো ঘটনা ঘটেনি।