বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আগামী নির্বাচন, দল পরিচালনা ও সরকার গঠনসহ সব বিষয়ে দেশের সর্বস্তরের মানুষের মতামত গ্রহণ করবেন। দল ও সরকারের প্রতিটি কার্যক্রমে গণমানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন এবং সাধারণ মানুষের রাজনৈতিক অংশগ্রহণ নিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
জানা গেছে, শিগগিরই তারেক রহমানের পক্ষ থেকে সর্বস্তরের মানুষের মতামত আহ্বানের জন্য কিউআর কোড চালু করা হবে। এই সিস্টেমের মাধ্যমে যেকোনো নাগরিক যেকোনো বিষয়ে মতামত দিতে পারবেন। ইতোমধ্যে এ উদ্দেশ্যে ‘ম্যাচ মাই পলিসি ডট নেট (www.matchmypolicy.net)’ নামের একটি ওয়েবসাইট চালু করেছে বিএনপি।
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, জনগণের মতামতের ভিত্তিতেই দল পরিচালনা থেকে শুরু করে নির্বাচন ও সরকার পরিচালনার সব কাজ করতে চায় বিএনপি। যাতে প্রতিটি কার্যক্রমে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে।
জুলাই গণ-অভ্যুত্থান-পরবর্তী সময়ে রাজনৈতিক অংশগ্রহণ, পলিসিভিত্তিক আলোচনা ও তরুণদের মতামতকে গুরুত্ব দিতে এই ওয়েব অ্যাপ চালু করা হয়েছে। www.matchmypolicy.net ঠিকানায় গিয়ে যেকোনো নাগরিক মতামত দিতে পারবেন। এটি বাংলাদেশের রাজনীতিতে প্রথম ইন্টার্যাকটিভ ডিজিটাল পলিসি প্ল্যাটফর্ম।
ম্যাচ মাই পলিসি একটি সোয়াইপভিত্তিক ওয়েব অ্যাপ, যার ইন্টারফেস সহজ ও পরিচিত। প্রতিটি স্ক্রিনে বিএনপির কিছু পলিসির সংক্ষিপ্ত বিবরণ থাকবে, যা সোয়াইপ করেই নিজ অবস্থান জানা যাবে। এছাড়া ‘Opinion’ অপশনে পলিসি বিষয়ে লিখিত পরামর্শ দেওয়া যাবে।
বিএনপির সহ তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক এইচ এম সাইফ আলী খান বলেন, ম্যাচ মাই পলিসি কেবল প্রযুক্তিগত উদ্যোগ নয়, এটি পলিসিনির্ভর রাজনীতি, অংশগ্রহণমূলক গণতন্ত্র ও জনগণের সঙ্গে সরাসরি সংযোগ তৈরির নতুন রাজনৈতিক সংস্কৃতির সূচনা।