ছাত্রদল নেতা শেখ তানভীর বারী হামিমকে দেখে কাছে ডেকে কথা বললেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। অসুস্থ হামিমের খোঁজ-খবর নিয়েছেন বিএনপি চেয়ারম্যান।
সামাজিক যোগাযোগমাধ্যমে এমন একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওটি হামিম নিজের ভেরিফায়েড ফেসবুক পেজেও শেয়ার করেছেন।
ভিডিওতে দেখা গেছে, গাড়িতে করে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এ সময় রাস্তার পাশে নেতাকর্মীরা দাঁড়িয়ে ছিলেন। এর মধ্যে শেখ তানভীর বারী হামিমও উপস্থিত ছিলেন। হামিমকে দেখে গাড়ি থামিয়ে তাকে ডেকে নেন তারেক রহমান।
ভিডিওটি শেয়ার করে হামিম তার ফেসবুকে লিখেছেন, আমি গর্বিত প্রিয় নেতা। দূর থেকে দেখে দরজা খুলে আমাকে কাছে ডেকে নিয়েছেন। এ দলে আমার কোনো পদের দরকার নেই, তারেক রহমানের ভালোবাসা নিয়ে আজীবন এ দলের পতাকাতলে থাকতে চাই।
শেখ তানভীর বারী হামিম ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি কাজী নজরুল হল ছাত্রদলের আহ্বায়ক। তিনি ডাকসু নির্বাচনে ছাত্রদল মনোনীত প্যানেলের জিএস প্রার্থী ছিলেন।
তারেক রহমানের সঙ্গে কী কথা হয়েছে তা জানিয়ে হামিম গণমাধ্যমকে বলেন, ‘দলের চেয়ারম্যান তারেক রহমান আমাকে দেখে ডাক দেন। আমি কাছে গেলে শারীরিক অসুস্থতা নিয়েও কেন এসেছি জানতে চান। তখন আমি বলি— আপনাকে সালাম দিতে এসেছি।