Image description
 

চলমান সময়ে দেশের বিরুদ্ধে যে ষড়যন্ত্র চলছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে তা কঠোরভাবে মোকাবিলা করা হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

শনিবার (৩ জানুয়ারি) শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও ফাতেহা পাঠ শেষে সাংবাদিকদের সামনে তিনি এ মন্তব্য করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে এক আবেগঘন পরিবেশে ছাত্রদল সভাপতি বলেন, ‘আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া আজ আমাদের মাঝে নেই, এটা মেনে নিতে আমাদের অনেক কষ্ট হচ্ছে। তবে তার আপসহীনতার রাজনীতির অংশীদার হতে পেরে তরুণ প্রজন্ম আজ গর্বিত।’

তিনি বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন একাধারে আপসহীন, মানবিক এবং বাংলাদেশপন্থি রাজনীতির ধারক। তার রেখে যাওয়া সেই আদর্শিক রাজনীতি বজায় রাখার শপথ নিয়েছে ছাত্রদল।

সাম্প্রতিক পরিস্থিতি ও বিভিন্ন মহলের তৎপরতা নিয়ে রাকিব বলেন, ‘ওসমান হাদির হত্যাকারীদের বিচার আমরাও চাই। কিন্তু ইনকিলাব মঞ্চের ব্যানারকে ব্যবহার করে একটি বিশেষ গোষ্ঠী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। সব ধরনের ষড়যন্ত্র নস্যাৎ করে দেশকে স্থিতিশীল রাখতে ছাত্রদল রাজপথে কাজ করে যাবে।’

এ সময় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির বলেন, ‘এক যুগেরও বেশি সময় আমরা এই সমাধিতে শ্রদ্ধা জানিয়েছি। সংকটের সময় দেশনেত্রী দূরে থাকলেও আমরা ভাবতাম তিনি আমাদের পাশেই আছেন। কিন্তু আজ তিনি নেই–এই সত্যটি অত্যন্ত কষ্টের।’

তিনি দাবি করেন, যারা বেগম খালেদা জিয়ার ওপর বছরের পর বছর নির্যাতন চালিয়েছে, তাকে কারারুদ্ধ রেখেছে এবং সুচিকিৎসা হতে দেয়নি, তাদের উপযুক্ত শাস্তি নিশ্চিত করতে হবে। এ সময় ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। তারা ফাতেহা পাঠ ও মোনাজাতের মাধ্যমে মরহুম নেতাদের আত্মার মাগফেরাত কামনা করেন।

 

শীর্ষনিউজ