Image description

জুলাই গণঅভ্যুত্থানে অবিস্মরণীয় ভূমিকা পালনকারী ১৭ বছরের কিশোরী তাহরিমা জান্নাত সুরভিকে জামিন দিয়েছেন গাজিপুরের আদালত। সোমবার সন্ধ্যায় আদালত আইনজীবীদের আবেদনের প্রেক্ষিতে এ জামিন মঞ্জুর করেন। এরআগে হয়রানিমূলক মামলা দায়ের ও তদন্ত ছাড়াই দুই দিনেব রিমাণ্ড দিয়েছিল আদালত।

প্রদানের ঘটনায় দেশব্যাপী ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। মামলাটিকে মিথ্যা ও প্রতারনামূলক দাবি করে সুরভীকে জামিন দেওয়ার আহ্বান জানিয়েছেন জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া বিভিন্ন সংগঠন। পাশাপাশি স্বরাষ্ট্র উপদেষ্টার নাম ভাঙিয়ে প্রতারনার দায়ে মামলার বাদি কথিত সাংবাদিক নাইমুর রহমান দুর্জয় ও তদন্তকারী কর্মকর্তা কালিয়াকৈর থানার উপপরিদর্শক ওমর ফারুকের বিরুদ্ধে যথাযথ আইনী ব্যবস্থা নেওয়ার দাবি ওঠেছে বিভিন্ন মহল থেকে।