Image description
 

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের শোকবার্তা গ্রহণকে তার আদর্শ ও সম্মানের প্রতি আঘাত হিসেবে উল্লেখ করে তা রাষ্ট্রীয়ভাবে প্রত্যাখ্যানের দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ।

 

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, বেগম খালেদা জিয়ার আজন্ম লড়াই ছিলো ভারতের আধিপত্যবাদ ও আগ্রাসনের বিরুদ্ধে! ভারতের মদদেই খুনি হাসিনা তাঁকে স্লো পয়জনিং এর মাধ্যমে হত্যা করেছে, দীর্ঘদিন জেলে বন্দী রেখে শারীরিক মানসিক নির্যাতন করেছে।

তাই আমি মনে করি ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের কাছ থেকে শোকবার্তা গ্রহণ বেগম খালেদা জিয়ার আদর্শ ও সম্মানের প্রতি আঘাত। ভারতের শোকবার্তা নামক কুমিরের কান্না রাষ্ট্রীয়ভাবে প্রত্যাখ্যান করার দাবি জানাচ্ছি।

 

এ বিষয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।