Image description
 
 

দেশের বাজারে দ্বিতীয় দফায় সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, ভরিতে সর্বোচ্চ দুই হাজার ৭৪১ টাকা পর্যন্ত কমেছে সোনার দাম। নতুন এ মূল্য আগামীকাল বৃহস্পতিবার থেকে সারা দেশে কার্যকর হবে।

 

বুধবার রাতে বাজুসের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবি (পিওর গোল্ড) সোনার দাম কমে যাওয়ায় সোনার মূল্য সমন্বয়ের এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন নির্ধারিত দামে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হবে দুই লাখ ২৪ হাজার ১৮২ টাকায়। একই সঙ্গে ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে দুই লাখ ১৪ হাজার ৩৪ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হবে এক লাখ ৮৩ হাজার ৪১৬ টাকায় এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম এক লাখ ৫২ হাজার ৮৫৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

 

অন্যদিকে, সোনার দাম কমলেও রুপার দামে কোনো পরিবর্তন আসেনি। বাজুস জানায়, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ছয় হাজার ৬৫ টাকা, ২১ ক্যারেটের রুপার দাম ভরি পাঁচ হাজার ৫৭৪ টাকা, ১৮ ক্যারেটের রুপার দাম ভরি চার হাজার ৯৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম তিন হাজার ৭৩২ টাকা অপরিবর্তিত থাকবে।

 

বাজুসের সিদ্ধান্ত অনুযায়ী, নতুন এই মূল্য তালিকা আগামীকাল বৃহস্পতিবার থেকে দেশের সব জুয়েলারি দোকানে কার্যকর হবে।