Image description

ব্রাহ্মণবাড়িয়া-১(নাসিরনগর) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিশিষ্ট শিল্পপতি ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সাবেক এমপি সৈয়দ এ.কে. একরামুজ্জামান।

গত সোমবার দুপুরে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তার পক্ষে মনোনয়নপত্র জমা দেন নাসিরনগর উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক মো. জামসেদ মিয়া, উপজেলা জাসাসের সিনিয়র সহ-সভাপতি ইমরানুল ও বুড়িশ্বর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক বকুল তালুকদার।

সৈয়দ এ কে একরামুজ্জামান আরএকে সিরামিকসের ব্যবস্থাপনা পরিচালক এবং বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সাবেক উপদেষ্টা। তিনি দলীয় সিদ্ধান্ত অমান্য করে দ্বাদশ সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার পর ২০২৩ সালের ২৯ নভেম্বর তাকে দল থেকে বহিষ্কার করা হয়।

পরে ২০২৪ সালের ৭ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে এমপি হন। পরে ২০২৪ সালের ১৩ ফেব্রুয়ারি ঢাকায় তৎকালীন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর সঙ্গে নাসিরনগর উপজেলার সর্বস্তরের জনপ্রতিনিধিদের মতবিনিময় সভায় আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগে যোগ দেন একরামুজ্জামান।

এদিকে মনোনয়ন জমা দেওয়ার প্রসঙ্গে জানার জন্যে সৈয়দ একে একরামুজ্জামানের ব্যক্তিগত মোবাইল ফোন এবং হোয়াটসঅ্যাপে একাধিকবার যোগাযোগের চেস্টা করা হলেও তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।