Image description

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ইন্তেকাল করেছেন। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে দীর্ঘদিন ধরে গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন থাকার পর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার প্রয়াণে রাজনৈতিক অঙ্গনসহ দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

সর্বজন শ্রদ্ধেয় তিন তিন বারের প্রধানমন্ত্রী ও এই দেশপ্রেমিক নেত্রীকে তার সারা জীবনের কর্মের জন্য ‘আপসহীন’ বলে অভিহিত করা হয়। অন্যায় ও দুঃশাসনের বিরুদ্ধে আপসহীনতার প্রতীক হিসেবে তিনি সবার অন্তরে জায়গা করে নিয়েছেন। দল-মত নির্বিশেষে তার গ্রহণযোগ্যতার পর্যায় অন্যান্য রাজনীতিবিদদের তুলনায় অনেকটা অনন্য।

ইতিহাস ঘেঁটে দেখা গেছে, বাংলাদেশের জাতীয় নির্বাচনগুলোতে লড়া সব আসনেই বেগম খালেদা জিয়া বিজয়ী হয়েছেন। এক্ষেত্রে তিনি কোনো আসনেই পরাজিত না হওয়ার রেকর্ডের অধিকারী।

তিনি ১৯৯১ থেকে ২০০১ সালের সাধারণ নির্বাচনগুলোতে পাঁচটি পৃথক সংসদীয় আসনে নির্বাচিত হয়েছিলেন। ২০০৮ সালে, তিনি যে তিনটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন সেখানে তিনি জয়লাভ করেছিলেন।