ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়ে অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুর আড়াইটায় পল্টনের বক্স কার্লভার্টের সামনে দিয়ে রিকশায় করে যাওয়ার সময় তিনি গুলিবিদ্ধ হন। রিকশায় করে চলাচলের সময় খুন হতে পারেন বলে আগেই আশঙ্কার কথা জানিয়েছিলেন হাদি।
যেকোনো মাদকাসক্ত কাউকে দিয়ে আপনি রিকশায় চড়ে যাচ্ছেন, এই যেমন আমি সারাদিন ঘুরি, আমাকে একটা পোস মেরে চলে যাবে!
আমাদেরকে বলা হয়, আমাদের সমাজ ও রাজনীতি কবে পরিবর্তন হবে? আসলে আপনি যত ভালো কথা বলেন না কেন, এক পয়সারও লাভ হবে না, যতদিন না আমাদের আর্থিক সংগতি তৈরি হয়, যতদিন মানুষের মধ্যে চরম দারিদ্র্য থাকে। আর ততদিন পর্যন্ত এখানে আপনি একটা ভালো রাষ্ট্র পাবেন না। কারণ চরম দারিদ্র্য মানুষকে দুর্নীতিগ্রস্ত এবং অপরাধপ্রবণ করে তুলে। আমাদের দেশে এখনও চরম দারিদ্র্য সীমার নিচে অনেক মানুষ আছে। আমরা যদি সবার জন্য ন্যূনতম একটা ভালো আর্থিক জীবন তৈরি করতে পারি, ধনী-গরিবের বৈষম্যটা দূর করতে পারি, তাহলে আশা করি নির্বাচনে ভোট কিনতে কেউ পারবে না।