বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, একটি দেশের সবচেয়ে মূল্যবান যন্ত্র হলো রাষ্ট্রযন্ত্র। অতীতে রাষ্ট্র পরিচালনার গৌরবজ্জ্বল ইতিহাস একমাত্র বিএনপিরই আছে, যা প্রমাণিত। অথচ এটা নিয়ে নানা নেতিবাচক বক্তব্য প্রচার হয়। আগেও হয়েছে, এখন হচ্ছে। এসব অপপ্রচারের মোকাবেলা করতে হবে।
রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) 'দেশ গড়ার পরিকল্পনা' শীর্ষক কর্মসূচি উদ্বোধনের পূর্বে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিকেল ৪টায় তিনি লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হবেন।
এ সময় নজরুল ইসলাম খান বলেন, বিএনপি'র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিজেই স্বাধীনতার ঘোষক। এরপর ৭৫ সালে সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতায় বসেন। শেখ মুজিবের বাকশালতন্ত্র হটিয়ে তিনি বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন। ১৯৭৯ সালের জাতীয় সংসদ নির্বাচন সকল রাজনৈতিক দলের মিলনমেলায় পরিণত করেন। তিনি বিচারবিভাগের স্বাধীনতা নিশ্চিত করেন। গণমাধ্যমের স্বাধীনতা ফিরিয়ে দেন।
নজরুল ইসলাম খান বলেন, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, যুব মন্ত্রণালয়, শিশু ও নারী বিষয়ক মন্ত্রণালয় সব বিএনপির সৃষ্টি। জিয়াউর রহমানের হাত ধরেই বিদেশে শ্রমবাজার প্রতিষ্ঠিত হয়। গার্মেন্টস শিল্পের বিকাশ ঘটে।
স্বৈরাচার এরশাদকে হটিয়ে ১৯৯১ সালের নির্বাচনে বিএনপি জয়ী হওয়ার পর বেগম খালেদা জিয়া সংসদীয় গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠা করেন। জনগণের দাবি মেনে নিয়ে ১৯৯৬ সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করেন।
বিএনপি স্থায়ী কমিটির এই সদস্য বলেন, আমাদের দেশে নারী শিক্ষা ও নারীর কর্মসংস্থান সৃষ্টি করে নারীকে স্বাবলম্বী হিসেবে গড়ে তোলার পেছনে সবচেয়ে বড় অবদান বেগম খালেদা জিয়ার। তিনি সর্বপ্রথম মেয়েদের জন্য অবৈতনিক শিক্ষা চালু করেন। উপবৃত্তির ব্যবস্থা করেন। দেশের নারী জাগরণে যখন খালেদা জিয়ার অপরিসীম ভূমিকা রয়েছে।
নজরুল ইসলাম খান বলেন, বর্তমানে বিএনপির রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বাস্তবায়ন করতে পারলে এই দেশ আবারও সত্যিকার অর্থে একটি স্বনির্ভর বাংলাদেশ হিসেবে গড়ে উঠবে। কারণ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একটি যুগান্তকারী পরিকল্পনার অংশ এই ৩১ দফা। এখানে দেশের প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষের উন্নয়ন নিয়ে, স্বাবলম্বী হিসেবে গড়ে তোলা নিয়ে, অর্থনৈতিকভাবে সচ্ছলতা আনার বিষয়ের উল্লেখ রয়েছে।
এ সময় নেতাকর্মীদের আহ্বান জানিয়ে নজরুল ইসলাম, আপনারা বিএনপির রাষ্ট্র বিনির্মাণের এই চিন্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেবেন। তাদেরকে বুঝাবেন বিএনপি আপনাদের ভাগ্য উন্নয়নের জন্য কি কি উদ্যোগ নেবে।
বিএনপির সিনিয়র এই নেতা বলেন, বর্তমানে কোন দল আশাহত হয়ে হয়তো ষড়যন্ত্রের আশ্রয় নিয়েছে। তবে জনগণই সকল ষড়যন্ত্র মোকাবেলা করবে।
শীর্ষনিউজ