Image description

ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, বর্তমান প্রজন্ম কোনো দমন-পীড়ন, ভয়ভীতি বা কর্তৃত্ববাদী শক্তির তোয়াক্কা করে না।

 তিনি মনে করেন, আগামী দিনের বাংলাদেশ গড়ে উঠবে তরুণদের আকাঙ্ক্ষা ও ন্যায়ভিত্তিক নেতৃত্বের হাত ধরে, যেখানে অন্যায়-অবিচার জায়গা পাবে না।

শুক্রবার (৫ ডিসেম্বর) গাজীপুরের কাপাসিয়ায় জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত ছাত্র–যুব সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

তার বক্তব্যে তিনি আরও উল্লেখ করেন, অতীতে ইসলামী ছাত্রশিবিরের কার্যক্রম থামিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল, কিন্তু ইতিহাসে প্রমাণিত—তারাই পথ হারিয়েছে যারা শিবিরকে দমন করতে চেয়েছিল। তিনি বলেন, “আমাদের নিষিদ্ধ করতে চাওয়া শক্তিগুলোই শেষ পর্যন্ত নিজেরাই নিষিদ্ধ হয়েছে এবং দেশ ছাড়তে বাধ্য হয়েছে। তরুণ প্রজন্ম কোনো ফ্যাসিবাদ বা আধিপত্যবাদ মেনে নেয় না। আমরা কেবল আল্লাহর কাছেই নত হই, দুনিয়ার কারও কাছে নয়।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাপাসিয়া উপজেলা জামায়াতের আমির ফরহাদ হোসেন মোল্লা। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও গাজীপুর-৪ আসনের জামায়াতের মনোনীত সংসদ প্রার্থী মু. সালাহউদ্দিন আইউবী।