বিএনপি’র যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, শুধু একটি দল নামের সাথে ‘ইসলামিক’ শব্দ লাগালেই ইসলামিক হয়ে যায় না। কাজের মধ্যে ইসলাম থাকতে হয়, মনের মধ্যে ইসলাম থাকতে হয়, নিজের রাজনীতির ভেতর ইসলাম থাকতে হয়।
শুক্রবার লক্ষ্মীপুর চকবাজার জামে মসজিদে জুমার নামাজ শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, মানুষ আজ আমাদের দিকে তাকিয়ে আছে— কবে নির্বাচন হবে, কবে এই অনিশ্চয়তার শেষ হবে। জনগণের এই প্রত্যাশা পূরণ করতে হলে রাজনীতিতে শৃঙ্খলা ও সমঝোতা বজায় রাখা জরুরি। ইনশাআল্লাহ, আমরা সেই রাজনীতি ধরে রাখতে পারবো।
এ্যানি বলেন, নির্বাচন নিয়ে মানুষ এখন আগ্রহ নিয়ে তাকিয়ে আছে। এত বেশি কথা, এত বেশি চালাকি—এসবের শেষ কোথায়? জনগণ সৎ রাজনীতি চায়, জুলুম নয়, বিভ্রান্তি নয়।
দোয়া মাহফিল শেষে তিনি বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করেন।