পরিচ্ছন্ন ও বাসযোগ্য গাজীপুর তৈরি করতে কোনো স্লোগান নয় বরং বাস্তব ধারার কাজে পরিণত করেছেন গাজীপুর-৬ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী ড. হাফিজুর রহমান। নগরবাসীর দীর্ঘদিনের ভোগান্তি দূর করার প্রত্যাশায় পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ গড়তে নেতাকর্মীদের নিয়ে প্রতিনিয়ত মাঠে কাজ করছেন জামায়াতের এ নেতা।
শুক্রবার (৫ নভেম্বর) সকাল ৯টার দিকে টঙ্গী চেরাগআলী বাসস্টেশন থেকে শফিউদ্দিন রোড পর্যন্ত পরিচ্ছন্নতা অভিযানে নেতৃত্ব দেন তিনি।
এ সময় সড়কের দুই পাশে জমে থাকা বর্জ্য অপসারণ, নোংরা স্থান পরিষ্কার ও জনসচেতনতা তৈরিতে তার জোরালো উপস্থিতি এলাকাজুড়ে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে।
এদিকে নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল দেখার মতো। অনেক পথচারীও কাজের গুরুত্ব অনুভব করে অভিযানটিতে যুক্ত হন।
অভিযানে জামায়াতে ইসলামী টঙ্গী পশ্চিম থানা আমির আনোয়ার হোসেন ভূঁইয়া ও ৫৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী নেয়ামত উল্লাহ ভূঁইয়াসহ অন্য স্থানীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।