Image description

বিকেলে সিইসি এ এম এম নাসির উদ্দিনের সাথে বৈঠকে বসছে বিএনপি প্রতিনিধিদল, নির্বাচনের অগ্রগতি, তফসিল, পোস্টাল ভোট ও গণভোট নিয়ে আলোচনা হতে পারে।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সাথে আজ বৃহস্পতিবার বিকেলে বৈঠকে বসছে বিএনপির একটি প্রতিনিধিদল।

বিকেল সাড়ে ৪টায় আগারগাঁও নির্বাচন কমিশনে এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া উইং-এর শায়রুল ইসলাম।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন কমিশন বিষয়ক কমিটির প্রধান নজরুল ইসলাম খান প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। সাথে থাকবেন ইসি বিষয়ক কমিটির সদস্য ও সাবেক সচিব ইসমাইল জবিউল্লাহ এবং মো: জকরিয়া।

বৈঠকে নির্বাচনের অগ্রগতি, তফসিল, পোস্টাল ভোট এবং গণভোটসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলে জানা গেছে।

শীর্ষনিউজ