মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মো. জুবায়ের আহমেদ ওমরের টানানো দেড় শতাধিক ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে।
বুধবার (২৬ নভেম্বর) রাতের যে কোনো সময় উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে টানানো ফেস্টুনগুলো ছিঁড়ে ফেলে দুর্বৃত্তরা। এ ঘটনায় গত বৃহস্পতিবার রাতে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন জুবায়ের আহমেদ ওমর।
তিনি বলেন, বৃহস্পতিবার সকালে নেতাকর্মীরা আমাকে ফোন দিয়ে জানায়- গোপীনাথপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে টানানো দেড় শতাধিক ফেস্টুন ছিঁড়ে ফেলেছে। খবর পেয়ে এলাকায় এসে পুরো ইউনিয়ন ঘুরে দেখি একটা ফেস্টুনও নেই। সব ছিঁড়ে ফেলেছে।
হরিরামপুর থানার ওসি মজিবুর রহমান বলেন, ফেস্টুন ছেঁড়ার বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে দোষীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।