Image description

I was chilling this evening until I came across the news পাবনা-৪-এ জামায়াত প্রার্থী ও সমর্থকদের উপর বিএনপির নেতাকর্মীরা অতর্কিতে হামলা চালিয়েছে।

পাবনা ৪ আমার আসন, ঘটনাটাও আমার ইউনিয়নেই‌ ঘটেছে। বিএনপির প্রার্থী হাবিবুর রহমান হাবিবও এই ইউনিয়নের। 
যে এলাকায় এই হামলার ঘটনা ঘটেছে সেখানে আজ জামায়াতের প্রার্থী আবু তালেব মন্ডলের পথসভা টাইপের কিছু ছিল‌। সেখানে যখন তিনি গাড়িবহর নিয়ে যাচ্ছিলেন, তখন বিএনপির দুর্বৃত্তরা অস্ত্রসস্ত্র নিয়ে হামলা শুরু করে।

অনেকে আহত হয়েছে‌। বাসায় খোঁজ নেওয়ার জন্য ফোন দিয়েছিলাম, আম্মু বলল একজনের হাত একেবারে কে টে ফেলেছে। অর্ধশতাধিক আহতকে ঈশ্বরদীতে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এই সময় গাড়ি ভাঙচুর হয়েছে অনেক, বেশ কিছু মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছে, কিছু মোটরসাইকেল ছিনতাই করে নিয়ে গেছে। স্থানীয় এক ডাক্তারের বাড়ি পুড়িয়ে দিয়েছে। আমার আব্বাও ঘটনাস্থলে ছিলেন।

এই এলাকায় জামায়াতের জনসমর্থন কিভাবে সূচকীয় হারে বাড়ছে সেটা আমি নিজে চোখে দেখেছি। হাবিব সম্ভব এই পরিবর্তনটা হজম করতে পারছেন না।‌
প্রশাসন পুরোপুরি দলদাসের ভূমিকা পালন করছে।

বাসা থেকে অনেক দূরে বসে এখন খারাপ লাগা ছাড়া আসলে করার কিছু নাই। আওয়ামী লীগের আমলে ঢাকা রাজশাহী থেকে বাসায় গেলে সবসময় পুলিশি হয়রানির ভয়ে থাকতাম। এখন বিএনপির দুর্বৃত্তরা সেই একই ভয়ের পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করছে‌। 

এই একই খারাপ লাগা কাজ করেছিল ২০১৮র ভোটের আগে, যখন বিএনপির প্রার্থী হাবিবুর রহমান হাবিব একইভাবে হামলার শিকার হন। কী চমৎকার আইরনি, তিনি নিজেই এখন নিপীড়কের ভূমিকায়। 
এইসবের জবাব তুমি ব্যালটে পাবে হাবিব।

-নাফিস ফুয়াদ