Image description

আলী রিয়াজের বিরুদ্ধে অভিযোগের এই ভিডিওটি দুপুরে দেখে প্রথমে বেশ সিরিয়াসলি নিয়েছিলাম। এরকম ক্ষমতাধর এবং সেলিব্রিটি একজন ব্যক্তির বিরুদ্ধে এমন সিরিয়াসলি নেয়ার বিষয়। বাংলাদেশে অনেক নারী ক্ষমতাধর ব্যক্তির দ্বারা ভায়োলেশনের শিকার হয়ে ভায়োলেটরের ক্ষমতার কারণে মুখ খুলতে পারেন না। ফলে আলী রিয়াজের মতো সেকুলার লিবারাল আইকন-সম কারো বিরুদ্ধে এমন অভিযোগ সত্যি হলে তা খুবই খুবই সিরিয়াস জিনিস।

কিন্তু ভিডিওটি পুরো দেখার পরে কিছু জিনিস সন্দেহ হলো। কেমন জানি লিখিত স্ক্রিপ্ট পড়ছেন মেয়েটি, ক্লিয়ারলি দেখা যাচ্ছে ভিডিওতে। এতদিন ধরে ভায়োলশনের শিকার একজন মানুষ যিনি শেষ পর্যন্ত মুখ খোলার সাহস করেছেন তার এমন দ্বিধা নিয়ে স্ক্রিপ্ট পড়ার কথা না।

সন্দেহটা আরও বাড়লো পোস্টকারীর নাম খেয়াল করে। আমার ফ্যাক্ট চেকিং ক্যারিয়ারে ডিসইনফরমেশন এক্টর হিসেবে যাদেরকে পেয়েছি তাদের মধ্যে ডাল্টন খুবই সামনের দিকে। ২০২১-এ চাঁদপুরে হিন্দু মা ও মেয়েকে ধর্ষণ করে হত্যার ভুয়া খবর ছড়িয়ে সে বাংলাদেশ ও ভারতের মিডিয়াকে কাঁপিয়েছিল। কদিন আগে দেখলাম আওয়ামী আরেক ডিসিইনফমেশন স্প্রেডার ওই ঘটনায় ডাল্টন তাকে কিভাবে মিসলিড করেছিল তা নিয়ে স্মৃতিচারণা লিখেছে।

যাইহোক, সন্দেহ থেকে ডাল্টনের দেয়া নাম ‘কবি অতন্দ্রানু রিপা’ লিখে সার্চ করলাম নানান প্লাটফর্মে। যেহেতু তিনি কবি, তার মানে উনার টুকটাক হলেও লেখালেখি বর্তমান যুগে ফেসবুকে থাকার কথা। কবি মানুষ আর ফেসবুকে তার কবিতা পাওয়া যাবে এটা বর্তমান যুগে অস্বাভাবিক।

কিন্তু সার্চ করে কথিত কবির কবিতা তো দূরে থাকুক, ‘কবি অতন্দ্রানু রিপা’ নামটির অস্তিত্বও কোথাও পেলাম না। ডাল্টন এক কমেন্টে জানিয়েছে, উনি নাকি আইডি ডিএক্টিভেট করে রাখছেন। বাট একাউন্ট ডিএক্টিভ থাকলেও ফেসবুকের সার্চে আগে ওই আডিকে মেনশন করে অন্য কারো কোন পোস্ট থাকলে সেটি হাইপার লিংক ছাড়া সার্চে দেখা যায়। ‘কবি অতন্দ্রানু রিপা’র ক্ষেত্রে তাও আসে না! কোথাও না!

আবার ওই নারী এমনভাবে মুখে মাস্ক পেচিয়েছেন যে, কারো বাপের সাধ্য নাই তাকে চিনবে!

ডাল্টন এবং আওয়ামী বেশ কয়েকটি পেইজ থেকে একসাথে এই ভিডিওটি অনলাইনে ছাড়া হয়েছে আজ সকালে। এর বাইরে কোন সূত্রে ভিডিওটি পাওয়া যায় না।

এরকম হাইপ্রোফাইল একজন ব্যক্তির বিরুদ্ধে সিরিয়াস অভিযোগ করতে হলে এবং সেই অভিযোগ আমলে নিতে হলে ক্রেডিবল সোর্স দরকার। ভুক্তভোগী যেহেতু পাবলিক আসতে চাইছেন ফলে তার পরিচয় জানা খুবই দরকার। কিন্তু আওয়ামী পেইজগুলো থেকে কথিত ভিকটিমের যে নাম দেয়া হচ্ছে সেটিতে যে ঘাপলা আছে তা মোটামুটি পরিস্কার।

রহস্যের বিষয় হলো, ভুক্তভোগী যেহেতু এতবড় ফিগারের বিরুদ্ধে পাবলিকলি অভিযোগ আনছেন ফলে তার লুকিয়া থাকার সুযোগ নেই। এমন পরিস্থিতিতে বেস্ট ওয়ে ছিল মিডিয়া ডেকে অভিযোগ করা। বা নিজের রিয়াল আইডি থেকে অভিযোগ করা। কারণ, অন্যের আইডি থেকে লুকিয়ে অভিযোগ করলেও আলী রিয়াজের মতো লোকের বিরুদ্ধে অভিযোগ করে আল্টিমেটলি লুকিয়ে থাকা যাবে না।

এইটা খুবই সন্দেহজনক আচরণ।

ভিডিওতেও কিছু সন্দেহজনক বক্তব্য আছে। যেমন আলী রিয়াজ নাকি ওই মেয়ের সাথে কন্ট্রাসেপটিভ ছাড়া ঘনিষ্ঠ হওয়ার পক্ষে যুক্তি হিসেবে দিয়েছেন যে, তার vasectomy করানো আছে। এবং এরপর তারা মিলিত হলে ‍উনি কনসিভ করে!

খুবই সন্দেহজনক কথাবার্তা। আলী রিয়াজের মতো লোক যার জন্য এমন আনওয়ান্টেড প্রেগনেন্সি তার ক্যারিয়ার ধ্বংস করে দিতে পারে এমন ক্ষেত্রে তিনি এত অবেহলা করে অসত্যভাবে vasectomy এর যুক্তি দেখিয়ে কনট্রাসেপটিভ না নিয়ে নিজের জীবন ঝুঁকিতে ফেলবেন!

আবার নারীটি বলেছেন আলী রিয়াজ নাকি ইন্টারকন্টিনেন্টালে তাকে নিয়ে কয়েকদিন ছিলেন! এইটাও সন্দেহজনক দাবি। এইরকম হাই প্রোফাইল এবং নানান পলিটিকাল পক্ষের সন্দেহের তীরের আগায় বহু বছর ধরে যার অবস্থান তিনি একটা মেয়ের বয়সী নারীকে নিয়ে ঢাকার ইন্টারকন্টিনেন্টালে কয়েকদিন ধরে রোমান্স করে বেড়াবেন কোন ভয় ডর ছাড়া! ৫ আগস্টের পর তো ঢাকায় আলী রিয়াজের দৈনিক সময় হাইলি শিডিউলড এবং তিনি হাইলি ওয়াচড পার্সন। এমন লোকের পক্ষে দেশে ইয়াং মেয়ে নিয়ে একদম শাহবাগে থাকা ফাইভ স্টার ফস্টিনষ্টি করে বেড়ানোর সাহস করা খুবই এবসার্ড দাবি।

ভিডিওতে এক জায়গা ওই মেয়ে বলেছেন, তারা নাকি ধানমন্ডির গণস্বাস্থ্য হাসপাতালে এবোর্শন করেছেন। এইটা একটা ক্লু হতে পারে দাবিটি ভেরিফিকেশনের জন্য। তবে তার আগে ওই নারীকে পাওয়া লাগবে। তাকে চিহ্নিত করতে পারলে উনি সময় স্পেসিফিকভাবে বললে গণস্বাস্থ্য থেকে সেটি ভেরিফাই করা যেতে পারে। যদি রেকর্ড থেকে থাকে। বা তারা তো ওই হাসপাতালে গেছেন বলে দাবি করছেন। ফলে সেখানকার সিসি ক্যামেরা দেখা যেতে পারে।

তবে তার আগে ডাল্টন ও আওয়ামী পেইজগুলোকে জানাতে হবে, এই নারীর ভিডিও তারা পেয়েছেন কোথায়? এবং নারীটি কে? উনি কি কোন ছাত্রলীগ নেত্রী যিনি, আলী রিয়াজকে হানিট্রাপ করতে গিয়েছিলেন? যদি এমনটা হয় তাহলে আওয়ামী লীগের কাছে এ সংশ্লিষ্ট যথেষ্ট এভিডেন্স আছে। আর যদি হানিট্রাপার না হোন তাহলেও তার পরিচয় প্রকাশ করুক ডাল্টনরা। আলী রিয়াজ ওই নারীর সাথে প্রতারণা করে থাকলে প্রমাণসহ জাতির জানা দরকার।

Qadaruddin Shishir