Image description

কুমিল্লার চৌদ্দগ্রামে স্থানীয় জামায়াতের ইসলামীর নেতাকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন ঢাকায় চীনা দূতাবাসের রাজনৈতিক পরিচালক ঝাং জিং ও রাজনৈতিক গবেষণা বিশেষজ্ঞ সুরাইয়া আক্তার।

মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে চৌদ্দগ্রাম বাজারে জামায়াতের উপজেলা কার্যালয়ে এ মতবিনিময় হয়।

এ সময় চীনা দূতাবাসের রাজনৈতিক পরিচালক ঝাং জিং বলেন, জামায়াতে ইসলামী একটি শক্তিশালী ইসলামী দল। সাধারণ মানুষের সঙ্গে সম্পর্ক রেখে বর্তমানে তারা শক্ত অবস্থানে রয়েছে। তিনি জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের ভূয়সী প্রশংসা করেন।

উপজেলা জামায়াতের আমির মাহফুজুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি বেলাল হোসাইনের সঞ্চালনায় মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন উপজেলা জামায়াতের সাবেক আমির সাহাব উদ্দিন, পৌর জামায়াতের আমির মাওলানা ইব্রাহিম, সাবেক উপজেলা সেক্রেটারি শাহ মো. মিজানুর রহমান, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য জয়নাল আবেদীন পাটোয়ারী, ডা. মনজুর আহমেদ শাকি। এ সময় উপজেলা জামায়াতের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরে চীনা দূতাবাসের কর্মকর্তারা গণঅভ্যুত্থানে শহীদ মুন্সিরহাট ইউনিয়নের ফেলনা গ্রামের জামসেদুর রহমান মিয়াজী, শ্রমজীবী শাকিল হোসেন, পৌর এলাকার চান্দিশকরা গ্রামের পুলিশের গুলিতে নিহত সাহাব উদ্দিন পাটোয়ারী, নির্যাতনের শিকার সুরুজ জামাল, নির্যাতনে দুই চোখ হারানো গুণবতী ইউনিয়নের চাপাচৌ গ্রামের জহিরুল ইসলামের পরিবারের খোঁজখবর নেন।

জামায়াত নেতাদের সঙ্গে চীনা দূতাবাসের কর্মকর্তাদের মতবিনিময় বিষয়ে চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহ আলম রাজু বলেন, একটি রাজনৈতিক দলের সঙ্গে যে-কোনো দেশের কর্মকর্তাদের মতবিনিময় হতে পারে। এটা কোনো সমস্যা নয়। বিএনপি একটি বৃহত্তম রাজনৈতিক দল। আশা করছি, বিএনপির সঙ্গেও তারা মতবিনিময় করবেন।