নির্বাচনকে রক্ষা করা যাবে কি বলে প্রশ্ন করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার। তিনি বলেন, ধারাবাহিক পদক্ষেপ নিয়ে জনগণের মধ্যে স্বস্তি আনতে হয়। সেরকম কোনো কিছু দেখতে পাচ্ছি না। তিনটা ভুয়া নির্বাচনের পরে এবার নির্বাচন হচ্ছে।
সম্প্রতি এক টেলিভিশন টকশোতে তুষার এসব কথা বলেন।
সারোয়ার তুষার বলেন, প্রধান উপদেষ্টা অনেকবার বলেছেন যে তিনি বাংলাদেশের ইতিহাসে শ্রেষ্ঠ নির্বাচন করবেন। ঐতিহাসিক নির্বাচন করবেন।
তুষার বলেন, বড় দলগুলোর মধ্যে একটা সাইকোলজি দেখা যাচ্ছে যে পেশি শক্তি দেখাতে হবে।
তুষার আরো বলেন, উনি (শাহজাহান)) এমপিও ভুক্ত শিক্ষকদের কথাও বলেছেন। কারণ নির্বাচনটা কন্ডাক্ট করার ক্ষেত্রে তাদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। ফলে ওনার ইনটেনশনটা খুব পরিষ্কার। এই বক্তব্য দেওয়ার পর এখন পর্যন্ত এক-দুই দিন কেটে গেল। কিন্তু জামায়াতের কোনো আনুষ্ঠানিক বিবৃতি চোখে পড়ে নাই।