Image description

দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে টেকসই বিদ্যুৎব্যবস্থা এবং বেসরকারি খাতের অংশগ্রহণ অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেছেন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা-১৩ আসনের প্রার্থী মোবারক হোসাইন। তিনি বলেন, আন্তর্জাতিক বিনিয়োগবান্ধব পরিবেশ, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ, নিয়ম-নীতি সহজিকরণ এবং দক্ষ জনবল তৈরির ওপর জোর দিতে হবে।

বুধবার সকালে রাজধানীর হোটেল ওয়েস্টিনে ‘বিদ্যুৎ খাতে বেসরকারি বিনিয়োগ বৃদ্ধির সুযোগ, চ্যালেঞ্জ ও নীতিগত করণীয়’ বিষয়ে এক সুধীজন সমাবেশে তিনি এসব কথা বলেন।

এ সময় মোবারক হোসাইন বিদ্যুৎ খাতে দীর্ঘমেয়াদি নীতি, স্বচ্ছ বিনিয়োগ কাঠামো, প্রযুক্তিনির্ভর আধুনিক উৎপাদন ব্যবস্থা এবং নবায়নযোগ্য জ্বালানি বিনিয়োগকে সহজতর করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক মোঃ তামিম বিদ্যুৎ পরিকল্পনায় বাস্তবসম্মত নীতি ও ভবিষ্যত জ্বালানি চাহিদা নিয়ে বিশদ আলোচনা করেন। কোরিয়ান রাষ্ট্রদূত পার্ক ইয়াং সিক বাংলাদেশ-কোরিয়া সহযোগিতা, বিশেষত জ্বালানি ও শিল্পখাতে বিনিয়োগ সম্ভাবনা নিয়ে মতামত দেন। বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু নীতিনির্ধারণের স্বচ্ছতা, বিনিয়োগ নিরাপত্তা এবং আন্তর্জাতিক মানদণ্ডে বিদ্যুৎ খাতকে আধুনিকায়নের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

দেশের শীর্ষস্থানীয় অর্থনীতিবিদ, শিক্ষাবিদ, গবেষক, জ্বালানি বিশেষজ্ঞ ও বিশিষ্ট কলামিস্টরা সমসাময়িক বাস্তবতা ও ভবিষ্যৎ চ্যালেঞ্জ নিয়ে গভীর আলোচনা উপস্থাপন করেন।

এসব আলোচনা থেকে উঠে আসে যে, বিদ্যুৎখাতে টেকসই বিনিয়োগ কাঠামো গড়ে তোলা, বেসরকারি খাতের অংশগ্রহণ সহজ করা, পুনর্নবায়নযোগ্য জ্বালানি খাতে নতুন সুযোগ সৃষ্টি, নীতির স্বচ্ছতা, সিদ্ধান্তের গতি এবং প্রযুক্তির ব্যবহার বাড়ানো এবং আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করতে হবে। এটি ছিল ভবিষ্যৎ বিদ্যুৎখাতের রোডম্যাপ নির্ধারণে বিশেষজ্ঞদের অভিজ্ঞতা ও প্রস্তাবনা ভাগ করে নেওয়ার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম।

পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশ ও ইকোনমিক রিপোর্টার্স ফোরামের যৌথ উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।