ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৩৮ আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। এর মধ্যে গত সোমবার (৩ নভেম্বর) বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ২৩৭ আসনে প্রার্থীর নাম প্রকাশ করা হয়। আর গত বুধবার (৬ নভেম্বর) সিলেট-৪ আসনে আরিফুল হক চৌধুরীর মনোনয়নের কথা অনানুষ্ঠানিকভাবে জানা যায়।
এদিকে মাদারীপুর-১ আসনে কামাল জামান মোল্লাকে প্রার্থী ঘোষণার একদিনের মাথায় তা স্থগিত করা হয়।
সবমিলিয়ে এখন ৩০০ আসনের মধ্যে ৬৩টিতে বিএনপির কোনো প্রার্থী নেই। সংশ্লিষ্টদের ধারণা, এই ফাঁকা আসনগুলোর একটা বড় অংশই দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সঙ্গীদের জন্য ছেড়ে দেবে দলটি।
বিএনপির অংশ নেওয়া সবশেষ তিন জাতীয় নির্বাচন বিশ্লেষণ করলে দেখা যায়, দলটি বরাবরই জোটসঙ্গীদের জন্য উদারভাবে আসন ছেড়ে দিয়েছে। এর মধ্যে ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে চারদলীয় জোট হিসেবে অংশ বিএনপি। সে নির্বাচনে তিন জোটসঙ্গীর (জামায়াত, নাজিউর রহমান মঞ্জুর জাতীয় পার্টি ও ইসলামী ঐক্যজোট) জন্য ৪৮ আসন ছেড়ে দেয় দলটি।
২০০৮ সালে অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনে চারদলীয় জোটের শরিক জামায়াতে ইসলামীর জন্য ৩৯টি আসন ছেড়েছিল বিএনপি।
আর ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতসহ তৎকালীন ২০ দলীয় জোটকে ৩৯টি আর জাতীয় ঐক্যফ্রন্টকে ছেড়েছিল ১৯টি আসন। সেই নির্বাচনে তৎকালীন ২০ দলীয় জোটভুক্ত জামায়াতের জন্য ২২টি আসন ছেড়েছিল বিএনপি।
এবার জামায়াতের সঙ্গে বিএনপির জোটের সম্ভাবনা ক্ষীণ বলা যায়। কারণ নির্বাচনকে সামনে রেখে দুটি দলই বিপরীত মেরুতে অবস্থান করছে। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে কাঁধে কাঁধ মিলিয়ে অংশ নিলেও জুলাই সনদ, এর আইনি ভিত্তি ও গণভোট ইস্যুতে একেবারেই বিপরীতমুখী অবস্থান দুই দলের।
বিএনপি এখন যুগপৎ আন্দোলনের শরিদের মূল্যায়নের কথা ভাবছে। ৬৩ আসনের একটা বড় অংশই দলটি তাদের জন্য সংরক্ষণ করছে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।
অন্যদিকে জামায়াত নির্বাচনের আগে বৃহত্তর ইসলামী ঐক্য গড়ে তুলতে চায়। এই মুহূর্তে তারা সাতটি ইসলামী দলের সঙ্গে মিলে জুলাই সনদ ও গণভোট ইস্যুতে নানা কর্মসূচি পালন করছে।
এদিকে জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া ছাত্রনেতাদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি-এনসিপি এখনো দুই ‘বড়’ দল বিএনপি বা জামায়াতের সঙ্গে জোট করার ইঙ্গিত দেয়নি। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, এনসিপি এখন এককভাবে নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছে।