Image description

রাজনীতিবিদ ও সাবেক ছাত্রনেতা মোশাররফ আহমেদ ঠাকুর বলেছেন, হাসান আরিফের মতো একজন অভিজ্ঞ মানুষকে স্থানীয় সরকার পল্লী, উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে সরিয়ে পিচ্চি ছাও-ছানাকে দিয়েছেন ড. ইউনূস। তার নলেজের বাইরে এটা হয়নি। তখনই বলেছি ড. ইউনূসের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ। ওইদিন থেকে শুরু করেছিলাম যে এটা ঠিক হয়নি।

এই ছেলে সর্বশেষ কুমিল্লায় ২৪০০ কোটি টাকা নিয়েছে। তার নিজ উপজেলা মুরাদনগরে নিয়েছে ৪৫৩ কোটি টাকা।

সম্প্রতি এক টেলিভিশন টকশোতে তিনি এসব কথা বলেন।

মোশাররফ আহমেদ বলেন, আমার বানিয়াচংয়ে এক কোটি ১৪ লক্ষ টাকার মতো বরাদ্দ।

একটা মানুষ বাংলাদেশের অন্যান্য উপজেলার থেকে ৪০০ গুণ বেশি বরাদ্দ নিতে পারে? ড. ইউনূসের মতামতের বাইরে? শেখ হাসিনা তো টুঙ্গিপাড়ায় অন্যান্য উপজেলার থেকে ৪০০ গুণ বেশি বরাদ্দ নেয়নি। সে হাসিনার সিনড্রোমকে অনেক নিচে ফেলে দিয়েছে।

মোশাররফ বলেন, তিনি উপদেষ্টার চেয়ারে থেকে ইলেকশন করবেন? আবেগের বশবর্তী হয়ে বিরাগের বশবর্তী হয়ে লোভের বশবর্তী হয়ে সবটাই করেছেন তিনি। এই ছেলে শপথবদ্ধ থাকা অবস্থায় রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিষয় সম্বন্ধে স্টেটমেন্ট দিয়েছে যে, তাদের সশস্ত্র সংগ্রাম করার প্রস্তুতি ছিল।

মোশাররফ আরো বলেন, এই সশস্ত্র সংগ্রামের অস্ত্রগুলো কোথায়? এই অস্ত্রগুলি তো দরকার। সাড়ে সাত হাজার অস্ত্র লুট হয়েছে ৪৫০টি থানা থেকে। এর মধ্যে এসএমজি আছে, সাবমেশিনগান আছে, এসএলআর আছে, লাইট মেশিনগান আছে, এলএমজি আছে। এই অস্ত্রগুলো কোথায় সজীব ভুঁইয়া জানেন কি না?