সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে বৃহৎ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। এই বিজ্ঞপ্তিতে মোট ১০ হাজার ২১৯টি শূন্য পদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ৮ নভেম্বর থেকে অনলাইনে আবেদন করতে পারবেন।
তবে বিজ্ঞপ্তিতে একটি গুরুত্বপূর্ণ শর্ত জুড়ে দেওয়া হয়েছে। প্রাথমিকের সহকারী শিক্ষক হিসেবে আবেদন করার জন্য দেওয়া ২০টি শর্তের মধ্যে ১৪ নম্বর শর্তে স্পষ্টভাবে বলা হয়েছে: "ধূমপানসহ যেকোনো ধরনের মাদক গ্রহণের অভ্যাস থাকলে আবেদন করার দরকার নেই।" এর মাধ্যমে ধূমপায়ী ও মাদকাসক্তদের জন্য এ পদে আবেদন করা থেকে স্পষ্টভাবে নিষেধ করা হয়েছে।
অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে ৮ নভেম্বর ২০২৫, সকাল ১০টা ৩০ মিনিটে। আবেদন করা যাবে ২১ নভেম্বর ২০২৫, রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। আবেদন ফি ১১২ টাকা টেলিটকের মাধ্যমে পরিশোধ করতে হবে। ফি পরিশোধের পরেই আবেদন চূড়ান্তভাবে গৃহীত হবে। প্রার্থীরা http://dpe.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন ও ফি পরিশোধসহ সব নির্দেশনা সম্পন্ন করতে পারবেন।
নিয়োগের জন্য আবেদনকারীর বয়স ৩০ নভেম্বর ২০২৫ তারিখে ন্যূনতম ২১ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর হতে হবে।
শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে প্রার্থীকে অবশ্যই স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রির অধিকারী হতে হবে। তবে শিক্ষাজীবনের কোনো স্তরেই তৃতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হবে না।
এই নিয়োগ বিজ্ঞপ্তির প্রথম ধাপে রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগগুলো অন্তর্ভুক্ত রয়েছে।
সহকারী শিক্ষক পদে নিয়োগপ্রাপ্তরা ২০১৫ সালের বেতন স্কেল অনুযায়ী ১১ হাজার টাকা থেকে ২৬ হাজার ৫৯০ টাকা (গ্রেড-১৩) স্কেলে বেতন পাবেন। আবেদন চূড়ান্তভাবে গৃহীত হওয়ার পর এসএমএস-এর মাধ্যমে পাঠানো লিংক ব্যবহার করে আবেদনকারীরা তাদের প্রবেশপত্র ডাউনলোড ও প্রিন্ট করতে পারবেন।