জুলাই সনদ বাস্তবায়ন ও সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে আজ রাজধানীতে পদযাত্রা করবে আট ইসলামি দল। এর মধ্যে রয়েছে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি)।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) বেলা ১১টায় পল্টনে সমবেত হয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে স্মারকলিপি প্রদানের লক্ষ্যে এ পদযাত্রা শুরু হবে বলে জানিয়েছেন আয়োজকরা।
এ সময় ইসলামি দলগুলোর নেতারা সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজন, রাজনৈতিক দলগুলোর জন্য সমান সুযোগ সৃষ্টি, এবং ধর্মীয় মূল্যবোধের প্রতি শ্রদ্ধা নিশ্চিত করার দাবিও জানান।
সংবাদ সম্মেলনের আগে পুরানা পল্টনে দলগুলোর শীর্ষ নেতারা বৈঠক করেন। সেখানে জামায়াতে ইসলামী নেতারা অন্তর্বর্তী সরকারের আলোচনার তাগিদকে স্বাগত জানান। তবে একই সঙ্গে ‘আলোচনায় রেফারি নিয়োগের’ দাবি তোলেন দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
জামায়াতসহ অংশগ্রহণকারী দলগুলোর নেতারা জানিয়েছেন, তাদের এই কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করা হবে এবং স্মারকলিপিতে অন্তর্বর্তী সরকারের কাছে রাজনৈতিক সংস্কার, ন্যায্য নির্বাচন ব্যবস্থা ও গণতন্ত্র পুনরুদ্ধারের দাবি জানানো হবে।
ঢাকাটাইমস