Image description

পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পরিত্যক্ত কাঠের স্তূপে আগুন লাগার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের আটটি ইউনিটের ৪৫ মিনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে এ আগুন।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুর ১২টা ৩২ মিনিটের দিকে আগুনের এ ঘটনা ঘটেছে বলে জানায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস জানায়, আজ দুপুর ১২টা ৩২ মিনিটের দিকে আগুনের এ ঘটনা ঘটে। তাৎক্ষণিক খবর পেয়েই ৩০০ গজ দূরে থাকা স্টেশন থেকে এক মিনিটের মধ্যেই ফায়ার সার্ভিসের ইউনিটগুলো যোগ দেয়। 

সবমিলিয়ে রূপপুর মডার্ন, গ্রীন সিটি, রূপপুর অস্থায়ী, ঈশ্বরদী ফায়ার স্টেশনের আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। তাতে ১টা ১৫ মিনিটের দিকে নিয়ন্ত্রণে আসে আগুন।

তবে এই আগুন কীভাবে লেগেছে, সে বিষয়ে এখনও জানা যায়নি।

 

আরটিভি