ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন না পেয়ে মঙ্গলবার কুমিল্লার বুড়িচং ও চাঁদপুরের ফরিদগঞ্জে সড়ক অবরোধ করেছেন বিএনপির নেতাকর্মীরা। সাতক্ষীরার কালীগঞ্জ, জয়পুরহাটের আক্কেলপুর ও মাদারীপুরের শিবচরে বিক্ষোভ হয়েছে। পাবনার ঈশ্বরদী ও আটঘরিয়ায় মনোনয়ন বঞ্চিত প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগে বিক্ষোভ মিছিল ও অগ্নিসংযোগ করে সড়ক অবরোধ করা হয়। রাজধানীর গুলশান কার্যালয়ে সোমবার ২৩৭ আসনে বিএনপির বম্ভাব্য প্রার্থীর তালিকা ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর পরই বিভিন্ন স্থানে রাস্তায় নেমে আসেন মনোনয়নবঞ্চিত প্রার্থীদের নেতাকর্মী ও সমর্থকরা। প্রতিনিধিদের পাঠানো খবর-
পাবনা : মঙ্গলবার সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত ঈশ্বরদী রেলগেট, বকুলের মোড় এবং আটঘরিয়া উপজেলার চাঁদভা ও খিদিরপুরে এসব ঘটনা ঘটে। পাবনা-৪ আসনে জেলা বিএনপির আহ্বায়ক ও চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের নাম ঘোষণা করা হয়। এতে মনোনয়নপ্রত্যাশী ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক জাকারিয়া পিন্টু বাদ পড়েন। মনোনয়ন ঘোষণার পরই পিন্টু তার ফেসবুক পেজে হাবিবকে স্বাগত জানিয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। কিন্তু মনোনয়ন বঞ্চিত প্রার্থীর কয়েকজন সমর্থকের ওপর হামলা ও মারধরের অভিযোগ এনে মঙ্গলবার দিনে ও রাতে দফায় দফায় বিক্ষোভ মিছিল ও সড়কে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ করে পিন্টু সমর্থকরা।
জাকারিয়া পিন্টু বলেন, আমরা দলের নির্দেশনা মেনে নিয়েই ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছিলাম। অথচ বিভিন্ন স্থানে আমার দলীয় নেতাকর্মীদের ওপর হামলা ও মারধরের ঘটনা ঘটেছে। ধৈর্যের সীমালঙ্ঘন করলে আমরা পালটা জবাব দিতে দ্বিধাবোধ করব না। আটঘরিয়ার খিদিরপুর বাজারে উপজেলা বিএনপির সদস্য সচিব ফারুক আহমেদ খানের নেতৃত্বে বিক্ষোভ ও সড়কে টায়ার জ্বালিয়ে প্রায় এক ঘণ্টা অবরোধ করে রাখেন নেতাকর্মীরা। নাম প্রকাশে অনিচ্ছুক হাবিবুর রহমান হাবিবের কয়েকজন সমর্থক বলেন, অভিযোগ মিথ্যা এবং উদ্দেশ্যপ্রণোদিত।
ফরিদগঞ্জ (চাঁদপুর) : ফরিদগঞ্জে মনোনয়ন বঞ্চিত প্রার্থীর সমর্থকরা তৃতীয় দিনের মতো বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন। বুধবার সকাল থেকে মনোনয়ন বঞ্চিত উপজেলা বিএনপির আহ্বায়ক এমএ হান্নানের অনুসারীরা চাঁদপুর-লক্ষ্মীপুর সড়কের ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় সড়ক অবরোধ করেন। তারা সড়কে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেন। এতে ফরিদগঞ্জ-লক্ষ্মীপুর সড়কে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে। এ সময় নেতাকর্মীদের হাতে লাঠিসোঁটা দেখা যায়।
কুমিল্লা ও ব্রাহ্মণপাড়া : কুমিল্লা-৬ (সদর, সদর দক্ষিণ ও সিটি করপোরেশন) আসনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমিনুর রশীদ ইয়াছিনকে মনোনয়ন দেওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন নারীরা। বুধবার বিকালে নগরীর ধর্মসাগরপাড়ায় অস্থায়ী দলীয় কার্যালয় থেকে শুরু হওয়া মিছিলটি নগরীর বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষ হয় পূবালী চত্বরে। সেখানে অবস্থান কর্মসূচি পালন করা হয়। এ ছাড়া বুধবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে মনোনয়ন বঞ্চিত এটিএম মিজানুর রহমানের নেতাকর্মী ও সমর্থকরা কুমিল্লা-সিলেট মহাসড়কের বুড়িচংয়ে ভাল্লো দক্ষিণ ইউনিয়নের বিএনপির অঙ্গ সংগঠনের যৌথ উদ্যোগে ২ কিলোমিটার জুড়ে অবরোধ ও বিক্ষোভ করেন। এ সময় তারা বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন ও বিভিন্ন যানবাহনের চালকদের মাঝে তারেক রহমানের ৩১ দফা দাবি সংবলিত লিফলেট বিতরণ করেন। প্রতিবাদ ও অবরোধ চলাকালে সড়কের উভয় দিকে প্রায় ৪ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়। এছাড়া ময়নামতি ইউনিয়নের সাহেবের বাজার, ফরিজপুর, ভারেল্লা উত্তর ইউনিয়নের কংশনগর বাজার, ভারেল্লা বাজারে বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল শোডাউন করা হয়।
জয়পুরহাট : জয়পুরহাট-২ (কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর) আসনের মনোনয়ন বঞ্চিত বিএনপি-দলীয় সাবেক সংসদ-সদস্য ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফার সমর্থকরা বিক্ষোভ সমাবেশ করেছেন। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর বাজারে বিক্ষোভ মিছিল বের করেন তারা। আক্কেলপুর উপজেলা বিএনপির সভাপতি কামরুজ্জামান কমল জানান, কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক ঘোষিত দলীয় মনোনয়ন নিয়ে কোনো প্রার্থীর পক্ষে-বিপক্ষে বিক্ষোভ করা সম্পূর্ণ নিষেধ। এর পরেও যদি কেউ এ ধরনের কার্যক্রমে লিপ্ত হয়, তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
শিবচর (মাদারীপুর) : মাদারীপুর-১ (শিবচর) আসনে কামাল জামান মোল্লার মনোনয়ন স্থগিতের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে শিবচর। বিক্ষুব্ধ সমর্থকরা বুধবার সকালে শিবচর ৭১ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। সকাল থেকেই শিবচরের বিভিন্ন প্রান্ত থেকে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ৭১ সড়কে জড়ো হতে শুরু করেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জনসমাগম বিশাল রূপ নেয়।
সাতক্ষীরা : সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ডা. শহিদুল আলমকে মনোনয়ন না দেওয়ায় টানা দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। বুধবার বিকালে কালিগঞ্জ ব্রিজ থেকে বাসস্ট্যান্ড অভিমুখে মানববন্ধন কর্মসূচি পালন করেন তার কর্মী-সমর্থকরা। এতে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষ অংশ নেন।