জাতীয় রাজনীতিতে নতুন মেরুকরণের ইঙ্গিত দিয়ে চাঁদপুরে জাতীয় পার্টি ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) থেকে প্রায় শতাধিক নেতাকর্মী জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যোগদান করেছেন।
সোমবার বিকেলে চাঁদপুর প্রেসক্লাবে অনুষ্ঠিত এক যোগদান অনুষ্ঠানে জাতীয় পার্টি ও জাসদের সাবেক প্রভাবশালী নেতা মোঃ শাহ আলম মিজি এবং মশিউর রহমান খোকন এর নেতৃত্বে প্রায় শতাধিক নেতাকর্মী এনসিপি'র পতাকাতলে আসেন। তারা জাতীয় নাগরিক পার্টি-এনসিপি’র চাঁদপুর জেলা প্রধান সমন্বয়কারী মোঃ মাহবুব আলম এর হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে দলে যোগদান করেন।
যোগদানকারী নেতাকর্মীরা এনসিপির আদর্শ ও ভিশনে আস্থা রেখে দেশ গঠনে সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন। অনুষ্ঠানের সঞ্চালনা করেন সদর উপজেলা প্রধান সমন্বয়কারী তামিম খান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনসিপি’র চাঁদপুর জেলার শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ অধ্যাপক হাইমচর উপজেলা প্রধান সমন্বয়কারী মোঃ মোখলেছুর রহমান মুকুল,মতলব উত্তর উপজেলা প্রধান সমন্বয়কারী ডিএম আলাউদ্দিন, মতলব দক্ষিণ উপজেলা প্রধান সমন্বয়কারী মোঃ নবীর হোসেন, চাঁদপুর সদর উপজেলা যুগ্ম-সমন্বয়কারী মুফতি মাহমুদ হাসান, সদর উপজেলা যুগ্ম-সমন্বয়কারী সাইফুর রহমান গাজী, হাইমচর উপজেলা যুগ্ম-সমন্বয়কারী আজিজুল হক রাজু, এবং ফরিদগঞ্জ উপজেলা যুগ্ম-সমন্বয়কারী অ্যাড. আঃ জব্বারসহ অন্যান্য নেতৃবৃন্দ।
যোগদানকারীদের স্বাগত জানিয়ে জেলা প্রধান সমন্বয়কারী মোঃ মাহবুব আলম বলেন, জাতীয় নাগরিক পার্টি দেশে একটি গুণগত পরিবর্তন আনতে চায়। জাতীয় পার্টি ও জাসদের মতো দল থেকে এত বিপুল সংখ্যক নেতাকর্মীর যোগদান প্রমাণ করে যে, দেশের মানুষ এনসিপি’র গণমুখী রাজনীতিতে আস্থা রাখছে। নতুন যুক্ত হওয়া নেতারা দলের লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
নেতৃবৃন্দ মনে করেন, এই যোগদান চাঁদপুর জেলায় এনসিপি’র সাংগঠনিক ভিত্তিকে আরও মজবুত করবে এবং ভবিষ্যতে দলটি আরও শক্তিশালী অবস্থানে পৌঁছাবে।