
আসন্ন দুর্গাপূজা উপলক্ষে তিন শতাধিক সনাতন ধর্মাবলম্বী নারীকে শাড়ি প্রদান করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী। যশোরের চৌগাছায় জামায়াত ইসলামের উদ্যোগে আজ বৃহস্পতিবার বিকাল ৫টায় চৌগাছা কামিল মাদ্রাসার হলরুমে শাড়ি বিতরণ অনুষ্ঠিত হয়।
উপজেলা জামায়াত আমির মাওলানা গোলাম মোর্শেদবলেন, ‘আমরা এই শাড়ি আপনাদের কোনো অনুদান হিসেবে দিচ্ছিনা। বোনেদের উপহার হিসেবে এই শাড়ি প্রদান করছি। আমাদের সাধ্যে যতটুকু সম্ভব হয়েছে, আমরা সেটুকু করার চেস্টা করেছি। ভবিষ্যতে জনগণ যদি জামায়াত ইসলামীকে রাষ্ট্রক্ষমতায় নিয়ে আসে তাহলে রাষ্ট্রীয়ভাবেও আমরা আপনাদের পাশে থাকবো, ইনশাআল্লাহ।’
পূজা উদযাপন পরিষদ ও পূজা উদযাপন ফ্রন্টের নেতৃবৃন্দ বলেন, ‘আমরা জামায়াতে ইসলামীর এই আয়োজনে অভিভূত হয়েছি। গত বছর তারা অল্প কিছু শাড়ি দিয়েছিলো। এবার যে এতো বড় আয়োজন করেছে, আমরা সত্যিই অভিভূত হয়েছি। আমরা আশীর্বাদ করি, আগামীতে তারা এই আয়োজন আরও বেশি করতে পারুক।’
তারা আরও বলেন, ‘অন্য কোনো দল বা আমরা সনাতনী কোনো সংগঠন বা ব্যক্তি এমন আয়োজন করতে পারিনি বা চিন্তাও করিনি। সেখানে জামায়াতে ইসলামী এতবড় একটি আয়োজন করে দেখিয়ে দিয়েছে। আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।’
গত বছর ৫ আগস্টের পর চৌগাছাসহ দেশের বিভিন্ন স্থানে জামায়াত নেতারা যেভাবে আমাদের পাশে দাঁড়িয়েছে, ভবিষ্যতেও সেভাবে আমাদের পাশে থাকবে বলে আমরা বিশ্বাস করি বলে জানান তারা।
উপজেলা জামায়াত আমির মাওলানা গোলাম মোর্শেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা দেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যক্ষ বলাই চন্দ্র পাল, উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক গোবিন্দ কুমার রাহা, সিংহঝুলি শহীদ মশিউর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌর চন্দ্র।
সভা শেষে উপজেলার ১১টি ইউনিয়ন ও চৌগাছা পৌরসভার তিন শতাধিক নারীকে একটি করে শাড়ি প্রদান করা হয়।