
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহের সময় হঠাৎ একদিন বাড়ানোকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষপাতদুষ্ট সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এস এম ফরহাদ। আজ মঙ্গলবার (১৯ আগস্ট) মনোনয়নপত্র জমা শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, ‘আমরা ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ প্যানেল থেকে গতকাল মনোনয়নপত্র সংগ্রহ করেছি এবং আজকে জমা দিয়েছি। গতকাল থেকেই আমি কয়েকটি বিষয় গভীর দুঃখের সঙ্গে লক্ষ্য করেছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন হঠাৎ করে মনোনয়নপত্র সংগ্রহের দিন একদিন বাড়িয়েছে। এটি পরিষ্কারভাবে একটি নির্দিষ্ট দলের প্রতি প্রশাসনের পক্ষপাতী আচরণের প্রতিফলন। প্রশাসনের উচিত ছিল যেই তারিখ ঘোষণা করেছে, সেই তারিখ বজায় রেখে শিক্ষার্থীদের রায় প্রকাশ করা। অথচ কোনো পূর্ব আলোচনাবিহীনভাবে হঠাৎ একদিন সময় বাড়িয়ে দেওয়া, যেখানে অন্যান্য প্রার্থীরা ইতোমধ্যেই মনোনয়নপত্র জমা দিয়ে নীতি নির্ধারণসহ নানা সিদ্ধান্ত গ্রহণ করেছে— সেই প্রেক্ষাপটে নির্দিষ্ট একটি পক্ষকে সিদ্ধান্ত গ্রহণে সুবিধা করে দেওয়া অত্যন্ত দুঃখজনক।’
তিনি আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক প্রশাসন বিশেষ করে প্রক্টর, প্রভোস্ট ও বিভিন্ন কমিটিতে আমরা নির্দিষ্ট একটি দলের প্রতি স্পষ্ট পক্ষপাত দৃষ্ট আচরণ দেখেছি। চব্বিশের পরবর্তী সময়ে আমরা শিক্ষকদের কাছ থেকে এমন আচরণ প্রত্যাশা করি না। আমরা চাই, ভবিষ্যতে সকল শিক্ষার্থীর প্রতি সমান আচরণ নিশ্চিত হোক। এমন পক্ষপাতমূলক আচরণ আমরা মেনে নিতে পারি না।’