Image description
 

ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, আগামি ফেব্রুয়ারিতে অবাধ ও নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচন উপহার দেয়া হবে। নির্বাচনকে ঘিরে সকল প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে। এ লক্ষে সকল রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা হবে।

 

 

 

শুক্রবার (১৫ আগস্ট) দুপুরে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার লাউরেরঘর এলাকায় শ্রী শ্রী অদ্বৈতচার্য মন্দির কমপ্লেক্সের নির্মাণ কাজ পরিদর্শন ও মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

 

তিনি আরো বলেন, জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দেশে সাম্প্রদায়িক দাঙ্গার কোনো সুযোগ নেই। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের লক্ষ্যে সরকারের পাশাপাশি সংশ্লিষ্ট সব বাহিনী প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছে।

 

দায়িত্বের সময়সীমা প্রসঙ্গে ধর্ম উপদেষ্টা বলেন, সরকার নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে। আমাদের হাতে সময় খুব কম। উৎসবমুখর পরিবেশে একটি নির্বাচন উপহার দিয়ে পরবর্তী সরকার কাছে দায়িত্ব হস্তান্তর করব।

 

এ সময় সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন, তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান মানিকসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।