Image description

গত বছরের ৫ আগস্টের আগে রাজনীতিমুক্ত থাকার ঘোষণা দিয়েছিলেন জাহিন বিশ্বাস এষা। ফেসবুকের এক পোস্টে লিখেছিলেন, ‘আমি একজন ছাত্রী, কেবলই ছাত্রী।’ কিন্তু দৃশ্যপট বদলে গেছে। ঘোষণার এক বছরের মাথায় সেই এষা এখন রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক। দীর্ঘ চার বছর পর গতকাল শাখাটির ১১ সদস্য বিশিষ্ট ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হয়। 

ফেসবুকে গত বছরের ৪ আগস্ট এষা লিখেছিলেন, ‘অবস্থান স্পষ্ট! আমি একজন ছাত্রী! কেবলই ছাত্রী। আমার ছাত্রত্বের পাশে কোনো ধরনের ট্যাগ, যেমন: লীগ, দল, জামায়াত, শিবির ইত্যাদি রাজনৈতিক ট্যাগ যুক্ত করবেন না। রাজনৈতিক কোন ছাত্রসংগঠনের সাথে অতীতেও যুক্ত ছিলাম না, বর্তমানেও নেই, ভবিষ্যতেও হবো না ইনশাআল্লাহ। It's loud and clear’

এ নিয়ে ক্যাম্পাসজুড়ে উঠেছে প্রশ্ন, যে নিজেকে সম্পূর্ণভাবে রাজনৈতিক পরিচয়ের বাইরে রাখার অঙ্গীকার করেছিলেন, তিনি কীভাবে একটি রাজনৈতিক ছাত্রসংগঠনের গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত হলেন? ছাত্রদলের একাধিক নেতা এ বিষয়ে বিস্ময় প্রকাশ করে বলেন, ‘যারা মাঠে আন্দোলনে ছিলেন, তারা অনেকেই তালিকায় নেই। অথচ যারা আগে বলতেন তারা রাজনীতি করেন না, তারাই এখন বড় বড় পদে বসে আছেন।’

এ বিষয়ে জানতে চাইলে সদ্য পদ পাওয়া রাবি ছাত্রদলের যুগ্ম সম্পাদক জাহিন বিশ্বাস এষা বলেন, তখন ছিল আন্দোলনের সময় এবং সকলের একটাই পরিচয় ছিল সাধারণ ছাত্র। আমার তখন অবস্থান যা ছিল সেটিই উল্লেখ আছে। যখন ছাত্রলীগ তাড়ানো হলো ক‍্যাম্পাস থেকে তখন সকলে মিলে অরাজনৈতিক ভাবেই বাস্তবায়ন করে। আর সে সময়কেও যদি নিজেকে রাজনৈতিকভাবে প্রেজেন্ট করত তাহলে আন্দোলনটা অবশ্যই স্বৈরাচার সরকার অন্যদিকে ঘুরিয়ে দিত। কারণ তখন সেই আন্দোলনকে বিএনপি-জামায়াতের আন্দোলন বলে চালানোর চেষ্টা করা হচ্ছিল সকলেই জানে। আন্দোলন পরবর্তী প্রেক্ষাপট কি আসলে তাই? 

তিনি আরও বলেন, আমার নিজের সাথে ট্যাগ আনুষ্ঠানিক ভাবে সত্যিই তো ছিল না তবে পরোক্ষভাবে বিএনপি এর ট্যাগ পারিবারিক ভাবেই আমার ছিল এবং তখনও যারা আমাকে চিনতো সকলেই জানত আমি জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী। আন্দোলন ছিল সার্বজনীন, আমার ছিল সেই আন্দোলনে প্রত্যক্ষ অংশগ্রহণ এবং সেই প্রেক্ষিতে নিজেকে এই অবস্থানে ডিক্লেয়ার করা ছিল খুব গুরুত্বপূর্ণ। আন্দোলন পরবর্তী সময়ে তরুণদের রাজনীতিতে প্রয়োজন বলে আমি মনে করি। আন্দোলনে যেমন নারীরা অগ্রণী ভূমিকা পালন করেছে তেমনিভাবে দেশকে এগিয়ে নিয়ে যেতে নারী অধিকার, নারী নেতৃত্ব অবশ্যই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি।