
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আবেদনের প্রতি সহমর্মিতা জানিয়ে আগামী ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে পূর্ব ঘোষিত ছাত্র সমাবেশের কর্মসূচির স্থান পরিবর্তন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। সমাবেশটি অনুষ্ঠিত হবে রাজধানীর শাহবাগ মোড়ে।
আজ বুধবার নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় অফিসে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।
এ সময় ছাত্রদলের সভাপতি জানান, জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের ৩৬ দিনব্যাপী কর্মসূচি পালন করছে ছাত্রদল। এরই ধারাবাহিকতায় গত ২২ জুন শহীদ মিনারে ছাত্র সমাবেশ করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে লিখিত আবেদন করা হয়েছিল। এর প্রেক্ষিতে গত ২৬ জুন ঢাবি কর্তৃপক্ষ ছাত্রদলকে লিখিত অনুমতিও দেয়। ছাত্রদল সমাবেশ সফল করার জন্য সকল প্রস্তুতি ও সম্পন্ন করেছিল। কিন্তু এর কয়েকদিন পরেই এনসিপির শীর্ষ পর্যায় থেকে ছাত্রদল এবং বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে যোগাযোগ করে তারা অনুরোধ করে একই স্থানে তারাও সমাবেশ করবে।
রাকিব জানান, এমন অবস্থায় গতরাতে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের এক জরুরি সভায় সিদ্ধান্ত হয় সমাবেশের স্থানটি পরিবর্তন করার। এই উদারতার মাধ্যমে প্রমাণ হয় ছাত্রদল বাংলাদেশের সবচেয়ে বড় গণতান্ত্রিক ছাত্র সংগঠন। ছাত্রদল উদারনীতিতে বিশ্বাস করে।
এনসিপির উস্কানির পরিবর্তে আমরা ফুল দিলাম জানিয়ে রাকিব আরো জানান, আমরা প্রত্যাশা করব এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে এনসিপির সঠিক ও সুস্থ ধারায় রাজনীতি করবে। সকল হঠকারিতার পথ পরিহার করবে।
এছাড়া শাহবাগে সমাবেশ করার কারণে যে জনদুর্ভোগ হতে পারে কিছুটা কষ্ট হলেও তা মেনে নিতে রাজধানীর বাসীর কাছে আহ্বান জানান তিনি।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির, সিনিয়র সহ-সভাপতি রাফসান, সাংগঠনিক সম্পাদক আমান প্রমুখ।
শীর্ষনিউজ