
"অবশ্যই যারা বিএনপি করেন, সিজদা করতে হবে তার পায়ে"- পাবনা-৩ আসনের বিএনপির প্রাথমিক মনোনীত প্রার্থী জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিনকে লক্ষ্য করে এমন উদ্ভট মন্তব্য করেছেন বিএনপি নেতা রেজাউল করিম ওরফে টাইগার। তিনি পাবনার ভাঙ্গুড়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড বিএপির প্রভাবশালী সদস্য।
সম্প্রতি তার দেয়া এমন বক্তব্য এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল। এ নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছেন ওই বিএনপি নেতা। এ ঘটনায় তাকে ‘পাগল’ আখ্যা দিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন খোদ বিএনপির নেতারা।
জানা গেছে, ২ জুলাই বিকালে পাবনা-৩ (ভাঙ্গুড়া, ফরিদপুর ও চাটমোহর) আসনে জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিনকে স্বাগত জানিয়ে চাটমোহর উপজেলা ছাত্রদলের আয়োজনে আনন্দ মিছিল হয়। মিছিল শেষে বক্তব্য রাখছিলেন ভাঙ্গুড়ার ওয়ার্ড বিএনপি নেতা রেজাউল করিম। বক্তব্যের একপর্যায়ে সিজদা নিয়ে এমন উদ্ভট মন্তব্য করেন তিনি।
এ সময় তিনি আরও বলেন, ‘আর যদি কেউ তার (তুহিনের) বিরুদ্ধে অপপ্রচার করেন বা তার সাথে থেকেও বিরোধিতা করেন, তার প্রতিফলও তারা পাবেন। তার কোনো বিকল্প নাই।’
নাম প্রকাশ না করার শর্তে বিএনপির এক নেতা ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা মহান আল্লাহকে ছাড়া অন্য কাউকে সিজদা করতে পারি না। তার এমন বক্তব্য গ্রহণযোগ্য নয়। এমন উদ্ভট বক্তব্যের জন্য তার ক্ষমা চাওয়া উচিত। তিনি আরও বলেন, তার মতো কিছু বিএনপি নেতাকর্মীদের জন্য আজ দলের বদনাম হচ্ছে।
এ বিষয়ে জানতে বিএনপি নেতা রেজাউল করিম টাইগারের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।
তবে ভাঙ্গুড়া পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম আমার দেশকে বলেন, রেজাউল করিম কোনোভাবেই এমন বক্তব্য দিতে পারেন না। তার কাছ থেকে আমি বিষয়টি জেনে আপনাকে জানাবো।