
বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল বলেছেন, কেউ কেউ সংস্কারের ধোঁয়া তুলে জাতীয় নির্বাচনকে ব্যাহত করতে চাইছে। সংস্কার তো একদিন দুই দিনের ব্যাপার না। একটি দেশ চলে সংস্কারের ওপর দিয়ে। আজকে যা তা আগামীকাল পরিবর্তন হতে পারে। সময় সব কিছু পরিবর্তন করে দেয় যাকে আমরা সংস্কার বলি। জনগণের হাতে জনগণের ক্ষমতা হস্তান্তরের যে প্রচেষ্টা আমরা করছি তাতে বাধা সৃষ্টি করা হচ্ছে। কেউ কেউ ভাবছেন বিলম্ব নির্বাচন তাদের একটু সুবিধা পাওয়ার সুযোগ আছে এমন ধারণা থেকে প্রতিবন্ধকতা তৈরি করার চেষ্টা করছেন।
শনিবার (১২ জুলাই) নগরীর আসপাডা কনফারেন্স রুমে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
হাবিব উন নবী খান বলেন, আ.লীগ সরকারের সময় দেশের বৃহৎ তরুণ প্রজন্ম ভোট দিতে পারে নাই। তারা ভোট দিতে গিয়েছে আ.লীগের গুণ্ডা-পাণ্ডারা বলছে তোমাদের ভোট দেওয়া হয়ে গেছে। এ অবস্থা দেশে আর চলতে দেওয়া যায় না। নির্বাচিত সরকার না থাকলে বিদেশিরা বিনিয়োগ করতে আসতে চান না, এমনকি দেশের ব্যবসায়ীরাও বিনিয়োগ করতে আগ্রহ হারিয়ে ফেলেন।
তিনি বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটেছে। নির্বাচিত সরকার থাকলে তা নিয়ন্ত্রণ করা যায়। তাই যতই দ্রুত নির্বাচন দিবে ততই দেশের জন্য মঙ্গল বয়ে আনবে।
দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন বাবলুর সভাপতিত্বে ও সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকনের সঞ্চালনায় এ পরিচিতি সভায় এ সময় উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শরিফুল আলম। বিশেষ অতিথি সহসাংগঠনিক সম্পাদক এডভোকেট শাহ মোহাম্মদ ওয়ারেস আলী মামুন ও ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।