
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘আমরা চাঁদাবাজদের বিরুদ্ধে কথা বলছি। জনগণকে আবারও বলতে হচ্ছে, ছাত্রদের বলতে হচ্ছে আপনাদেরকে আবারও মাঠে নামতে হবে, আন্দোলনে নামতে হবে চাঁদাবাজ, মাদক, দুর্নীতির বিরুদ্ধে। বাংলাদেশের জনগণকে রক্ষা করতে হবে। গণ-অভ্যুত্থানের শহীদরা আমাদেরই দায়িত্ব দিয়ে গেছেন। আগের আমলে দেখেছি গুটি কয়েক ব্যবসায়ী মাফিয়ায় পরিণত হয়েছিল। সেই মাফিয়াদের এখন আরেকটি রাজনৈতিক দল সমর্থন দিচ্ছে, প্রশ্রয় দিচ্ছে। আর অন্যদিকে আমাদের ক্ষুদ্র-মাঝারি খেটে খাওয়া ব্যবসায়ীরা চাঁদাবাজদের তাড়নায় বেহাল অবস্থায় রয়েছে। আমরা ব্যবসায়ীদেরকে রক্ষা করবো। বাংলাদেশের ব্যবসায়ী ও অর্থনীতিকে আমরা চাঁদাবাজ ও সন্ত্রাসীদের কবল থেকে রক্ষা করবো।’
শুক্রবার (১১ জুলাই) রাতে খুলনার শিববাড়ি চত্বরে আয়োজিত জুলাই পদযাত্রা ও পথসভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ‘শিল্পনগরীর শিল্পকে বন্ধ করে দেওয়া হয়েছে। অবশ্যই শিল্পনগরী খুলনার সেই শিল্পকে আবারও প্রতিষ্ঠা করতে হবে। আবারও পাটকল চালু করতে হবে। শ্রমিকের ন্যায্য মজুরি দিতে হবে। রামপাল বিদ্যুৎকেন্দ্র করে সুন্দরবনকে ধ্বংসের পাঁয়তারা করা হয়েছিল। ভারতের স্বার্থ রক্ষার জন্য রামপাল বিদ্যুৎকেন্দ্র প্রতিষ্ঠা করা হয়েছিল। বিভিন্ন দুর্যোগে আমরা দেখেছি এই সুন্দরবন কীভাবে বেহাল দশায় পতিত হয়েছে। এই সুন্দরবনকে আমাদের রক্ষা করতে হবে।’
হাসনাত আবদুল্লাহ খুলনার পথসভা থেকে খুলনার জুলাইযোদ্ধাদের ৩ আগস্ট ঢাকার শহীদ মিনার পাদদেশে উপস্থিত হয়ে জুলাই সনদ গ্রহণের জন্য আহ্বান জানান।