Image description

কিসাস পদ্ধতিতে ‎রাজধানীর পুরান ঢাকার ভাঙারি ব্যবসায়ী সোহাগের হত্যাকারীদের বিচার দাবি করে বিক্ষোভ মিছিল করেছেন ঝালকাঠির সাধারণ শিক্ষার্থীরা। শনিবার (১২ জুলাই) সকাল ১১টায় ঝালকাঠি শহরের ফায়ার সার্ভিস মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন তারা। পরে মিছিল নিয়ে তারা প্রেসক্লাব চত্বরে এসে বিক্ষোভ সমাবেশে করে।

 

বিক্ষোভে শিক্ষার্থীরা বলেন, এটা কোনো স্বাভাবিক হত্যাকাণ্ড নয়- এটা বর্বরতা। আমরা কিসাস পদ্ধতিতে (‎হত্যার ধরন অনুসারে দোষীদের একই কায়দায় শাস্তি দেয়া) বিচার চাই। যেভাবে সোহাগকে পাথর দিয়ে মারা হয়েছে, ঠিক সেভাবেই হত্যাকারীদের শাস্তি দিতে হবে। এ পদ্ধতিতে বিচার হলে ভবিষ্যতে কেউ এমন ভয়ঙ্কর অপরাধ করার সাহস পাবে না।

‎বক্তারা বলেন, এটি শুধু একটি হত্যাকাণ্ড নয়, এটি রাষ্ট্র ও মানবতার উপর একটি আঘাত। দিনের আলোয় যেভাবে পাথর দিয়ে একজন মানুষকে হত্যা করা হয়েছে, তা মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানায়।

সমাবেশে বক্তব্য দেন- শিক্ষার্থী রাইয়ান বিন কামাল, ইয়াসিন ফেরদৌস ইফতি, শাহরিয়ার দিপু, লিমা ও স্বর্ণা।

উল্লেখ্য, গত ৯ জুলাই সন্ধ্যা ৬টার দিকে মিটফোর্ড হাসপাতালের ৩ নম্বর গেটের কাছে রজনী ঘোষ লেনে লাল চাঁদকে মাথার মেরে নির্মমভাবে হত্যা করা হয়। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয় শুক্রবার (১১ জুলাই)। ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, ৪–৫ জন যুবক মিলে রাস্তায় ফেলে এক ব্যক্তির মাথায় উপর্যুপরি বড় পাথর দিয়ে আঘাত করছে।