
ভোটের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড হয়নি বলে মনে করছে জামায়াতে ইসলামী। দলটির নেতারা বিভিন্ন সভা সমাবেশে এই বক্তব্য দিচ্ছেন। রাজধানীর সোহ্রাওয়ার্দী উদ্যানে আগামী ১৯শে জুলাই ডাকা মহাসমাবেশ থেকে এই বার্তা দিতে চাইছে দলটি। ওইদিন সোহ্রাওয়ার্দী উদ্যানকে জনসমুদ্রে পরিণত করে সেই বার্তাটি দেয়ার জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করছে তারা। এজন্য দলের কেন্দ্রীয় এবং ঢাকা মহানগর নেতারা বেশ ব্যস্ত সময় পার করছেন।
ঢাকা চল স্লোগানে দেশবাসীকে মহাসমাবেশে যোগদানের আহ্বান জানিয়ে তিনি বলেন, আমাদের উত্থাপিত ৭ দফা দাবি জনগণের অধিকার প্রতিষ্ঠার দাবি। তাই তিনি ধর্মবর্ণ, জাতি-গোষ্ঠী নির্বিশেষে মহাসমাবেশ সফল করতে দেশবাসীকে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহ্বান জানান। এ সময় তিনি সমাবেশ সফল করতে সরকারের সার্বিক সহযোগিতা প্রত্যাশা করেন।
এক প্রশ্নের জবাবে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, জামায়াতে ইসলামী ৫ই আগস্ট পরবর্তী কখনো নির্বাচন পেছানো কিংবা আগানোর কথা বলেনি। জামায়াতে ইসলামী বলেছে, সরকার যখনই নির্বাচন দিবে জামায়াতে ইসলামী প্রস্তুত রয়েছে। তবে জামায়াতে ইসলামী বলেছে, যেনতেন কোনো নির্বাচন হতে দেয়া হবে না। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। এই পরিস্থিতি কখনো নির্বাচনের পরিবেশ সৃষ্টি করে না। যারা এই পরিস্থিতি সৃষ্টি করেছে তারা ভোটকেন্দ্র দখল, ব্যালট বাক্স লুটসহ যেকোনো অপ্রীতিকর ঘটনা ঘটাতে পারে। এজন্য জামায়াতে ইসলামী বলেছে, আইনশৃঙ্খলার পরিস্থিতি উন্নতি করে একটি সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক নির্বাচনের আয়োজন করতে হবে। নির্বাচনে অংশগ্রহণকারী সব দল ও প্রার্থীর জন্য সমান লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে। প্রতিটি ভোটার ভোট দিয়ে নিরাপদে বাড়িতে ফিরে যাওয়ার নিশ্চয়তা নিশ্চিত করতে হবে।