Image description

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) গণঅভ্যুত্থান বিরোধী আওয়ামীপন্থী নীল দলের শিক্ষক ও তৎকালীন শিক্ষক সমিতির সদস্যদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের কর্তৃক মামলা করে আইনের আওতায় আনতে সাত দিনের আলটিমেটাম দিয়েছে বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল। বৃহস্পতিবার (১০ জুলাই) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে কয়েক দফা দাবি তুলে ধরেন সাদা দলের শতাধিক শিক্ষক।

সাদা দলে উল্লেখযোগ্য দাবি হলো- জুলাই গণঅভু্যত্থানের বিরুদ্ধে অবস্থান গ্রহণকারী তৎকালীন শিক্ষক সমিতি ও নীল দলের চিহ্নিত শিক্ষকদের বিরুদ্ধে অবিলম্বে বিশ্ববিদ্যালয় কর্তৃক মামলা করে তাদের আইনের আওতায় আনতে হবে; নীল দলের উপরোক্ত শিক্ষকদেরকে অবিলম্বে বিশ্ববিদ্যালয়ের চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করতে হবে; পতিত ফ্যাসিস্ট সরকারকে সমর্থনকারী জসীমউদ্দীন হল ও অমর একুশে হলের প্রভোস্টদ্বয়কে অবিলম্বে প্রত্যাহার করতে হবে।

এছাড়াও বিগত প্রশাসনের সময় যে সব নিয়োগ নিয়ে অনিয়মের অভিযোগ আছে সে সব শিক্ষকদের অভিযোগ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন রকম স্থায়ীকরণ অথবা পদোন্নতি অথবা কোন রকম সুবিধা দেওয়া যাবে না; সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন কর্তৃক সাম্প্রতিক কার্যকলাপ ফ্যাসিস্টদের উৎসাহিত করছে। অবিলছে তাকে বরখাস্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং উপরোক্ত দাবীসমূহ সাত দিনের মধ্যে কার্যকর না করলে সাধারণ শিক্ষকদের সাথে নিয়ে সাদা দল কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে বলেও জানান তারা। 

আলোচনা শেষে সাদা দলে যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মো. আবুল কালাম সরকার বলেন, বিগত সময়ে যারা বিশ্ববিদ্যালয়ে ফ্যাসিবাদ কায়েম করছে, যারা শিক্ষার্থীদের ওপর অত্যাচারে সাহায্য করেছে, যারা ৩ তারিখে প্রধানমন্ত্রীকে শিক্ষার্থীদের উপর গুলি করার পরামর্শ দিয়েছেন তাদেরকে অনতিবিলম্বে বিচারের আওতায় আনার দাবিতে আমরা প্রশাসনকে ৭ দিনের আল্টিমেটাম দিয়েছে। 

এসময় সাদা দলের পরবর্তী কর্মসূচি ঘোষণা করে সাদা দলের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মো. আবুল কালাম সরকার বলেন, ফ্যাসিস্ট হাসিনা দ্রুত বিচার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেসব শিক্ষক ফ্যাসিস্ট হাসিনার দোসর ছিল তাদের বিচারের দাবিতে আগামী রবিবার সকাল সাড়ে এগারোটায় অপরাজেয় বাংলায় সামনে মানববন্ধন ও সমাবেশ করবে বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল।