Image description

পটুয়াখালীর বাউফলের কনকদিয়া ইউনিয়নের নুরাইনপাশা গ্রামে শ্রমিক কল্যাণ ফেডারেশনের নতুন অফিস উদ্বোধন করেছেন জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।

শনিবার (৫ জুলাই) দুপুর ১২টায় কনকদিয়া ইউনিয়নের আমিরাবাদ খেয়াঘাট এলাকায় এই অফিসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, “এই অফিস কনকদিয়ার প্রত্যেক মানুষের অফিস। সবার সেবার জন্যই শ্রমিক কল্যাণ ফেডারেশন এই অফিস চালু করেছে। আপনারা সুখ-দুঃখ ভাগাভাগি করবেন, এই অফিস থাকবে আপনাদের খেদমতে।”

তিনি আরও বলেন, “যারা আমাদের হুমকি দেওয়ার চেষ্টা করেন, তাদেরকে বলতে চাই, আপনারা আমাদের হুমকি দিলে আমরা আপনাদের কাছে ফুল নিয়ে হাজির হব। আমরা প্রতিহিংসার রাজনীতি করি না, আমরা করি প্রতিযোগিতার রাজনীতি। সুতরাং আমাদের হুমকি দিয়ে দাবিয়ে রাখা যাবে না।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়াজিউল্লাহ মনির মিয়া। সঞ্চালনায় ছিলেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাস্টার রিদয়ানুল্লাহ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের জেলা সভাপতি রাকিব হাসান নূর, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান, কনকদিয়া ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক শামীম হাওলাদার। এছাড়াও উপজেলা শিবির সভাপতি লিমন হোসেনসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী জাফর মিয়া, সোহেল মিয়া, আল আমিন, আরিফুর রহমান, সজীব হাওলাদার, হাসান, মনির মিয়াসহ শতাধিক মানুষ অংশ নেন।