Image description

অন্তর্বর্তী সরকারের যুব, ক্রীড়া এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জুলাই গণঅভ্যুত্থানের প্রতি ইঙ্গিত করে বলেছেন, ‘এই বিপ্লব সফল হয়েছে সকল পেশাজীবী, শ্রমজীবী মানুষের রক্ত-ঘামের বিনিময়ে।’

রবিবার (৬ জুলাই) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করে ক্যাপশনে তিনি এমন মন্তব্য করেন।

গত বছরের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলন চলাকালে ধারণ করা ওই ভিডিওটিতে দেখা যায়, একজন হকার শিক্ষার্থীদের পক্ষে কথা বলছেন এবং কয়েকজন রিকশাচালক শিক্ষার্থীদের পক্ষে স্লোগান দিচ্ছেন।

উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এই ভিডিওটি নিজের ফেসবুক পেজে পোস্ট করে লিখেছেন, ‘এই বিপ্লব সফল হয়েছে সকল পেশাজীবী, শ্রমজীবী মানুষের রক্ত-ঘামের বিনিময়ে।

ছাত্র-শিক্ষক, ডাক্তার-আইনজীবী, গার্মেন্টস শ্রমিক, কৃষক, হকার কিংবা রিকশাওয়ালা—এই জুলাই সকলের।’