
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কার করেও বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের বেপরোয়া কর্মকাণ্ড থেকে থামানো যাচ্ছে না। আধিপত্য বিস্তার নিয়ে নিজেদের মধ্যে হানাহানিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডে জড়িয়ে পড়ছে নেতা-কর্মীরা। মূলত গত ৫ আগস্টের পর বরিশাল নগরীরসহ জেলার সব উপজেলার বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা নানা বিতর্কিত কর্মকান্ডে জড়িয়ে পড়ে। তাদের এই কর্মকান্ডে র লাগাম টানতে বহিষ্কারও করা হয়। এমনকি বিএনপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদকের পদও স্থগিত করা হয়েছে। নানা বিতর্কিত কাজে জড়িয়ে পড়ায় বিএনপি ও অঙ্গসংগঠনের সাম্প্রতিক ১৫ জনকে বহিষ্কার করা হয়েছে। কিন্তু কাজের কাজ কিছু হচ্ছে না।
বরিশাল নগরীর একটি পুকুর ভরাটকে কেন্দ্র করে কেন্দ্রীয় কমিটির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিনের দলীয় পদ স্থগিত করা হয়। আধিপত্য বিস্তার নিয়ে যুবদলের নেতাকে কুপিয়ে হত্যা ও অপর যুগ্ম আহ্বায়ককে জখম করায় নগরীর ৩ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহীন সরদারকে বহিষ্কার করা হয়েছে। বাকেরগঞ্জ উপজেলায় ইউনিয়ন ছাত্রদল নেতাকে নির্মমভাবে কুপিয়ে হাত ও পায়ের রগ কর্তন করায় নিয়ামতি ইউনিয়ন বিএনপির সালাম মৃধা ও যুগ্ম আহ্বায়ক শাহিন ফরাজী বহিষ্কার করা হয়।
উজিরপুর উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়কের কাছে চাঁদা দাবি করায় উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক স্বপন মল্লিককে প্রাথমিক সদস্যসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গৌরনদীতে হত্যার অভিযোগ ওঠায় ছাত্রদল নেতা আল-আমিনকে বহিষ্কার করা হয়। দলীয় শৃঙ্খলা ভঙ্গে বরিশাল জেলা ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক সৈয়দ মাহমুদ হাসান, মেহেন্দিগঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. জুবায়ের মাহমুদ ও মেহেন্দিগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ড ছাত্রদল নেতা ইউসুফ হোসেনকে বহিষ্কার করা হয়েছে।
চাঁদার দাবিতে সেনাবাহিনীর হাতে আটক হয়ে বহিষ্কার হয়েছেন গৌরনদী পৌর বিএনপির আহ্বায়ক এস এম জাকির হোসেন, সদস্য ফরহাদ শরীফ এবং বিএনপি কর্মী নাজমুল হাসান মিঠু। আধিপত্য বিস্তার নিয়ে বরিশাল মহানগর বিএনপির বর্তমান-সাবেক যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম লিটু ও সৈয়দ আকবরের বাসায় হামলা-ভাঙচুরের ঘটনা ঘটেছে। বাকেরগঞ্জ পৌর ছাত্রদলের আহ্বায়ক মো. রুহুল আমিনের (৩৪) বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেছে এক নার্সিং কলেজছাত্রী।
সর্বশেষ গত সপ্তাহে ভেকু ও পন্টুন ডাকাতি করে পালানোর সময় জনতার হাতে আটক হয় এক যুবদল নেতা।
এ বিষয়ে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান বলেন, বিষয়টি নিয়ে আমরা কাজ করছি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কড়া বার্তা আমরা জেলা, উপজেলা এমনকি ইউনিয়ন পর্যায়েও পৌঁছে দিচ্ছি। কোনো অপরাধে জড়িতদের বিন্দুমাত্র প্রশ্রয় না দেওয়ার নির্দেশনা রয়েছে।