মালয়েশিয়ায় গুরুতর অসুস্থ অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার বাসিন্দা সালাউদ্দিন। দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগলেও পর্যাপ্ত অর্থের অভাবে তিনি প্রয়োজনীয় চিকিৎসা নিতে পারছেন না। চিকিৎসাবিহীন অবস্থায় তার শারীরিক অবস্থা দিন দিন অবনতির দিকে যাচ্ছে। দ্রুত তাকে দেশে ফেরত পাঠানো না গেলে পরিবারের কাছে জীবিত অবস্থায় ফেরা নিয়েই শঙ্কা দেখা দিয়েছে।
স্বজনরা জানান, বর্তমানে তাকে দেশে ফিরিয়ে আনতে হাসপাতাল বিল, বিশেষ অনুমতি (স্পেশাল পাস) এবং বিমান টিকিটসহ প্রায় ২০ হাজার মালয়েশিয়ান রিঙ্গিত প্রয়োজন, যা বাংলাদেশি মুদ্রায় আনুমানিক ৬ লাখ টাকা। পরিবারের পক্ষে এ বিপুল অর্থ জোগান দেওয়া কোনোভাবেই সম্ভব নয়। এ অবস্থায় প্রবাসী বাংলাদেশি ও বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট দপ্তরের কাছে আর্থিক সহায়তার আবেদন জানিয়েছেন তার পরিবার।
জানা যায়, জীবনের ভাগ্য পরিবর্তন ও পরিবারের আর্থিক সচ্ছলতা ফেরাতে ২০২০ সালের দিকে মালয়েশিয়ায় পাড়ি জমান সালাউদ্দিন।
বর্তমানে তিনি শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হয়ে রাজধানী কুয়ালালামপুরের তেনগু আম্পুয়ান রাহিমাহ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সালাউদ্দিনের অসহায় অবস্থার কথা জানতে পেরে মানবিক দৃষ্টিকোণ থেকে এগিয়ে আসেন ফেনীর মেহেদী হাসান ও সাংবাদিক মোহাম্মদ আলী।
তবে সালাউদ্দিনের বৈধ কাগজপত্র না থাকায় নিয়মিত চিকিৎসাসেবা গ্রহণে নানা বিড়ম্বনার মুখে পড়তে হচ্ছে। শুরু থেকেই তাকে চিকিৎসা দিয়ে দেশে পাঠানোর উদ্যোগ নিলেও পর্যাপ্ত আর্থিক সহায়তা ছাড়া এটি একেবারেই অসম্ভব বলে জানিয়েছেন মেহেদী হাসান।
আর্থিক সহায়তা বা যে কোনো প্রয়োজনে +৬০১৮২১০০৩৪৪ (মোহাম্মদ আলী) এবং +৬০১১৬১৮৭৩৫০৩ (মেহেদী হাসান) নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।